Sunday, November 22, 2020

ধারাবাহিক, শুভেন্দু অধিকারী পর্ব - ১ "শৈশবে শুভেন্দু"

 শৈশবে শুভেন্দু


বর্তমান রাজনীতিতে বহুল সমালোচিত এব‌ং চর্চিত চরিত্র হলেন শুভেন্দু অধিকারী। কিন্তু কে এই শুভেন্দু? কিভাবে তার উত্থান, কিভাবে তিনি অনেক তাবড় তাবড় রাজনৈতিক দলের অধিনায়ক কে পিছনে ফেলে নীজে হয়ে উঠলেন যুব সমাজের আইকন, তা হয়তো বা অনেকের‌ই অজানা। এই ধারাবাহিকে তার কার্যকলাপ নিয়ে পরিবেশিত হবে বিশেষ প্রতিবেদন। আজকের পর্ব - "শৈশবে শুভেন্দু"।

শুভেন্দু জম্নগ্রহণ করেন পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার করকুলি এলাকায় ১৯৭০ খ্রীঃ এর ১৫ই ডিসেম্বর। বাবার নাম শিশীর অধিকারী এবং মা হলেন গায়ত্রী অধিকারী। যথেষ্ট প্রভাবশালী ধনী পরিবারে জম্ন হলেও বাড়িতে থেকেই তার গতানুগতিক শিক্ষার শুরু হয়। বিদ্যালয়ের পাঠ শেষ করার পর ভরতি হন কাঁথি প্রভাত কুমার কলেজে। সেখান থেকেই তিনি বিএ পাশ করেন। কিন্তু কলেজ থেকেই শুরু হয় রাজনীতির হাতেখড়ি। তৎকালীন সময়ে শুভেন্দুর বাবা ডানপন্থী দলের তাবড় রাজনৈতিক নেতা ছিলেন। সেই সুবিধাকে কাজে লাগিয়ে তিনি দাপিয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে একজন দক্ষ সংগঠক এবং ছাত্রনেতা হিসেবে জনপ্রিয় হয়ে পড়েন। তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। ছাত্রনেতা হিসাবে গোটা জেলার বিভিন্ন কলেজের ছাত্র সংগঠন এর দায়িত্ব দেওয়া হয় তাকে। তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন।তদানিন্তন বাম ছাত্র সংগঠন এর বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেন।তার ফলে এস এফ আইয়ের পায়ের তলা থেকে মাটি সরতে থাকে। খুব কম বয়স থেকেই শুভেন্দুর এমন সাফল‍্য অনেকের নজর কেড়েছিল।এসবের মধ‍্যেও তিনি রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ‍্যালয় থেকে এম এ পাশ করেন। কিন্তু চাকরি করার কথা কখনো ভাবেননি। রাজনীতির নেশায় নিজেকে উংসর্গ করেন আজকের এই শুভেন্দু অধিকারী।


(চলবে)

পরের প্রতিবেদন টি পড়ার জন্য অবশ্যই Email Subscribe করিয়ে রাখুন।

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...