Saturday, June 17, 2023

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।


এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতীয় পরীক্ষায়। না আর কেউ নয়। এবার‌ও সাফল্যের কারিগর কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের সেই স্বনামধন্য কৃতী ছাত্র সেক স‌ঈফ উদ্দিন আহমেদ। 


স‌ঈফ এবারের উচ্চ মাধ‍্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করে সবার নজর কেড়েছে। দু বছর আগে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে ছিল। আর এবার তাক লাগানো সাফল্য অর্জন করলো সর্বভারতীয় NEET  পরীক্ষায়।  গত 13/07/2023 তারিখে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় ডাক্তারীর এই সর্বভারতীয় প্রবেশীকা পরীক্ষায় স‌ঈফের All India Rank হল 907 কিন্তু OBC-NCL হিসেবে CATEGORY RANK করেছে 218. এই পরীক্ষায় মোট 720 নম্বরের মধ্যে স‌ঈফের প্রাপ্ত নম্বর হল 690. 


না কোনো বড় শহর নয়। পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম কালিন্দীর এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে স‌ঈফ। বাবা এক স্থানীয় কৃষি সমবায় সমিতিতে কর্মরত। মা একজন গৃহিনী। তবু সবরকম প্রতিবন্ধকতাকে জয় করে অদম‍্য জেদ,মেধা, অধ্যবশায় , নিষ্ঠা এবং নিয়মানুবর্তীতাকে কাজে লাগিয়ে সাধারণ থেকে অসাধারণ সাফল্যের শিখর স্পর্শ করেছে স‌ঈফ।


তার এই সাফল্যকে স্বাগত জানিয়েছে কালিন্দীর আপামর জনসাধারন। তার এই সাফল্যে সবাই খুব খুশি। এর জন্য তাকে বহু মানুষ শুভেচ্ছা ও আর্শীবাদ জানিয়েছেন। কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স‌ং‌সদের সভাপতি দীপক কুমার দাস বলেন, স‌ঈফের সাফল্যে আমরা গর্বিত। সে আগামী দিনে অনেক বড়ো ডাক্তার হয়ে সবার মুখোজ্জ্বল করবে এই কামনা করছি।

2 comments:

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...