Friday, February 12, 2021

প্যারা টিচার ও শিশুশিক্ষা কেন্দ্রের টিচারদের বেতন বৃদ্ধির নির্দেশিকা।

 প্যারা টিচার ও শিশুশিক্ষা কেন্দ্রের টিচারদের বেতন বৃদ্ধির নির্দেশিকা।


দীর্ঘ আন্দোলনের পর জয় পেল প্যারা টিচার, শিক্ষাবন্ধুগণ, শিশু শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এবং স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষা মিশনের আওতায় থাকা কর্মীগণ। ১২/০২/২০২১ তারিখ প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী প্যারা টিচার, শিক্ষাবন্ধুগণ, শিশু শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এবং স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষা মিশনের


আওতায় থাকা কর্মীগণ এখন থেকে বাৎসরিক ৩% হারে বর্ধিত বেতন পাবেন। এই অর্ডার ০১/০২/২০২১ থেকে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...