বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি।
বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি। এরার আর টানা দূর্গা পুজা থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ছুটি থাকছে না। প্রথম ধাপে ১১/১০/২০২১ থেকে ২৩/১০২০২১ পর্যন্ত রবিবার বাদে ছুটি থাকবে ১২ দিন। তারপর কালীপুজা এবং ভাতৃদ্বিতীয়ার জন্য মাত্র তিন দিন ছুটি ঘোষনা করা হয়েছে।
No comments:
Post a Comment