Thursday, January 14, 2021

বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি।

 বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি।




বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি। এরার আর টানা দূর্গা পুজা থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ছুটি থাকছে না। প্রথম ধাপে ১১/১০/২০২১ থেকে ২৩/১০২০২১ পর্যন্ত রবিবার বাদে ছুটি থাকবে ১২ দিন। তারপর কালীপুজা এবং ভাতৃদ্বিতীয়ার জন্য মাত্র তিন দিন ছুটি ঘোষনা করা হয়েছে।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...