রাজ্যে এল করোনা ভ্যাকসিন।জেনে নিন কবে থেকে শুরু হবে ভ্যাকসিনেশান।
আজ রাজ্যে এল করোনা ভ্যাকসিন। কোভিশিল্ড এর তৈরি করা ভ্যাকসিন এল রাজ্যে। প্রথম দফায় কেন্দ্র থেকে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন পেল রাজ্য। আপাতত বাগবাজার সেন্ট্রাল স্টোরে এই ভ্যাকসিন রাখা হচ্ছে। আজ রাত থেকে বিভিন্ন জেলায় এই জীবন দায়ী ঔষধ পাঠানোর কাজ শুরু হবে। ১৪ জানুয়ারীর মধ্যে সব জেলায় পৌছে যাবে এই ভ্যাকসিন। ১৬ জানুয়ারী থেকে শুরু হবে টীকাকরন কর্মসূচী। তবে প্রথম দফায় স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। তারপর সাফাই ও শিক্ষার সঙ্গে যুক্তরা টীকা পাওয়ার কথা। সেই নিয়ম মেনে টীকার কাজ শুরু হবে নাকী অন্য কোনো ভাবে তা করা হবে তার দিকে তাকিয়ে রাজ্যবাসী।
No comments:
Post a Comment