Tuesday, January 5, 2021

আবার‌ও ভাঙল তৃণমূল।

 আবার‌ও ভাঙল তৃণমূল।



এবার ভাঙনের তালিকায় এল তৃণমূল বিধায়ক লক্ষীরতন শুক্লা। আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে জানান তিনি আর মন্ত্রী সভায় থাকতে চান না। ক্রীড়া প্রতিম্ন্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি জানান, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান এবং তিনি তার পুরানো পেষা ক্রিকেট দুনীয়ায় ফিরতে চান। এর পাশাপাশি তিনি হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদ থেকে ও পদত্যাগ করেন।


No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...