Thursday, December 31, 2020

৩১ জানুয়ারী প্রাইমারী টেট।

 ৩১ জানুয়ারী প্রাইমারী টেট।



নতুন বছর ২০২১ এর ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে প্রাইমারী টেট পরীক্ষা। ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর।  এই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারী বেলা ১ টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে এক‌ই দিনে সমগ্র রাজ্য জুড়ে।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...