Friday, December 18, 2020

শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ।

 শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ।



শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ করল বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত ১৬ই ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে মুক্তি পাওয়ার জন্য ইস্তফাপত্র জমা করেন বিধান সভায়। আজ ১৮ই ডিসেম্বর বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, শুভেন্দুর ইস্তফাপত্র ক্রুটিপূর্ন। তাই তা খারিজ করা হয়েছে। 

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...