Thursday, December 17, 2020

শুভেন্দুকে নিয়ে রাজ্যপাল ও মমতার রাজনৈতিক তর্জা তুঙ্গে

 শুভেন্দুকে নিয়ে রাজ্যপাল ও মমতার রাজনৈতিক তর্জা তুঙ্গে।



ইতি মধ্যে বাংলার রাজনীতির একমাত্র কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে শুভেন্দু অধীকারি। আর তাকে নিয়ে আবার‌ও একবার দ্বন্দ্ব শুরু হলো মমতা ও রাজ্যপালের মধ্যে। দল ছাড়ার পর শুভেন্দু রাজ্যপালের কাছে অভিযোগ করেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার এবং তার অনুগামীদের ওপর মিথ্যা মামলা দায়ের করেছে।রাজনৈতিক উদ্দেশ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রশাশনীক প্রধান হিসেবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করেন শুভেন্দু।আর তার পর‌ই মাঠে নামে রাজ্যপাল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েশুভেন্দুর

     অভিযোগের কথা জানান। সঙ্গে তিনি জানান, পুলিশের এমন কাজ আগনতান্ত্রীক এব‌ং অসাংবিধানীক। এর ব্যাপারে মমতাকে পদক্ষেপ নিতে বলেন তিনি।আর এর প‍রেই রাজ্যপালকে তৃণমূলের কোপের মুখে পড়তে হয়। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন রাজ্যপাল বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে কাজ করছেন। 



No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...