করোনার নতুন প্রজাতি, উদ্বিগ্ন ভারত
করোনার নতুন প্রজাতি, উদ্বিগ্ন ভারত সহ অন্যান্য দেশ। স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেনে এক নতুন প্রজাতির করোনার হদিশ পাওয়া গেছে যার ভয়াবহতা মারাত্মক।এই ধরনের করোনার সংক্রমন ক্ষমতা ব্যাপক। এর জন্য ব্রিটেনে এক সপ্তাহ এর মধ্যে সংক্রমনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তাছাড়া সবচেয়ে আতঙ্কের কথা হল করোনার ভ্যাকসিন যখন প্রায় দোরগড়ায় এসে গিয়েছিল ঠিক তখনই এই নতুন প্রজাতির করোনা সব তালগোল পাকিয়ে দিল। এই নতুন প্রজাতির ভাইরাহকে কোনোভাবে আয়ত্বের মধ্যে আনতে পারছে না বিজ্ঞানীরা। ব্রিটেনে যে প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে সেই ভ্যাকসিন এই ধরনের করোনা দমনে কাজ নাও করতে পারে বলে জানিয়েছেন তারা। তাই হয়তো সব হিসেব নিকেশ বন্ধ করে আবারো হয়তো বিজ্ঞানীদের নতুন করে ভ্যাকসিনের জন্য আবার কাজ শুরু করতে হতে পারে।তাই সব মিলিয়ে আবারও একবার চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব। চীনের উহান থেকে সুপার সনিক গতিতে ছড়িয়ে পড়েছিল করোনা গোটা বিশ্ব জুড়ে। ঠিক একই ভাবে এই নতুন প্রজাতির করোনাও ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে।তাই আগে থেকেই সতর্ক হতে শুরু করেছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই ধরনের ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য ফ্রান্স,জার্মানী,ইতালির মতো দেশগুলি ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল বন্ধ রেখেছে।ভারতও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল বন্ধ করার কথা জনিয়েছে। এমনকি বন্দর এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে।
No comments:
Post a Comment