শিক্ষকদের দাবি মানা হবে ২০২১ ভোটের পর:পার্থ
২০২১ এর ভোটের পর শিক্ষকদের দাবি দাওয়া মানা হবে। এমনই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তবে তার এই আশ্বাসকে মানতে নারাজ শিক্ষক মহল।
এই ঘোষণা শুনে গ্র্যাজুয়েট শিক্ষকেরা তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সংগঠনের রাজ্য সম্পাদক সুরেন ভট্টাচার্য বলেন,” শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করে আমরা আমাদের ন্যায্য দাবীপত্র পেশ করেছি। প্রতি বারই উনি আশ্বাস দিয়েছেন। ওনার আশ্বাসে বিশ্বাস রেখেছি।কিন্তু হাইকোর্ট এর রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও উনি যেভাবে বিষয়টিকে “বিবেচনা করা হবে” বলে বলেছেন এবং জের টেনেছেন ২০২১ এর বিধানসভা ভোটের পর।
শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে ‘২১ নির্বাচনের পর! শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর শিক্ষকগন জানিয়েছেন, ধর্না বিক্ষোভ অবস্থান এরপরে অনশণে পরিনত হবে, এবং তার দায় সম্পুর্নভাবে রাজ্য সরকারের।”
No comments:
Post a Comment