এক নজরে ফেব্রুয়ারী মাসের মিড ডে মিল বিতরণের তালিকা।
প্রকাশিত হল ফেব্রুয়ারী মাসের মিড ডে মিল বিতরণের নির্দেশিকা। আগামী ৫ - ৯ ফেব্রুয়ারীর মধ্যে এই কাজ করতে হবে বিদ্যালয়গুলিকে। তবে বিতরণ সামগ্রীর পরিমান একই রাখা হয়েছে। কিন্তু উক্ত মাসের জন্য আলুর দাম প্রতি কেজি ১৬ টাকা এবং একটি সাবান ১০ টাকা নির্ধারন করা হয়েছে। তবে এবার চাল এবং ছোলার সঙ্গে সাবানও স্কুল গুলিতে পৌছে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে অর্ডার কপিতে।
No comments:
Post a Comment