Wednesday, January 6, 2021

স্কুল খোলার আগে শিক্ষকদের টীকা।

 স্কুল খোলার আগে শিক্ষকদের টীকা।




করোনা আবহে স্কুল খোলার ঝুঁকি নিয়ে এর আগে দুবার হাত পুড়িয়েছে ব্রিটেন সরকার। স্কুল খোলায় বেড়েছে সংক্রমন। সেই থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার স্কুল খোলার আগে সকল শিক্ষকদের করোনা ভ্যাকসিন টীকাকরন করা হবে। এমনকি তাদের পরিবারের সদস্যদের ও টীকাকরনের আওতায় আনার কথা জানিয়েছে ভারত সরকার। তার পর ১২ - ১৮ বছর বয়সী পড়ুয়াদের টীকার আওতায় আনার কথা ভাবা হয়েছে।তারপর‌ই পুরোদমে শুরু হবে স্কুল বলে জানানো হয়।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...