Thursday, December 17, 2020

তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী।

 তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী।




মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ।বিধায়ক পদ থেকে পদত্যাগ।অবশেষে তৃণমূল কংগ্রেস দল এব‌ং দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। আজ দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে এমনি বার্তা জানিয়ে দেন তিনি। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোবে তার‌ই দিকে তাকিয়ে বা‌ংলার মানুষ।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...