তৃণমূলের ভাঙনে কি হাওয়া পাবে সিপিএম??
তৃণমূল কংগ্রেস এর দলে ভাঙন ধরছে।দলের একাধীক নেতাকর্মী যোগ দিচ্ছে বিজেপিতে।এখন প্রশ্ন হলো সাধারণ সমর্থকরা কি ভাবছেন। যে সব সাধারণ মানুষ দল মত নির্বিশেষে শুধু মাত্র নেতাকে পছন্দ করে তৃণমূলকে ভোট দিত অথবা এলাকার উন্নয়নের সার্থে সিপিএম থেকে তৃণমূলে গা ভাসিয়েছিলেন তারা কি এখন সেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাকে ভোট দেবেন? বিজেপির হাত শক্ত করবেন নাকি অন্য কিছু? রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে নেতার প্রতি আসক্ত হয়ে অথবা এলাকার উন্নয়নের সার্থে যারা এত দিন তৃণমূল করতেন তাদের অধিকাংশ মানুষ বিজেপিতে যাবেন না।বরং তারা আবার সিপিএমে ফিরে যাবে। এখানে বলে রাখা ভালো , ২০১০ এর বিধান সভা ভোটের পর, লাল সন্ত্রাস উপদ্রুত এলাকার বহু সিপিএম নেতাকর্মী নিজেদের গা বাঁচানোর জন্য তৃণমূলে নাম লিখিয়েছিল।তারাও এবার সিপিএমে ফিরে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে আগামী বিধান সভা ভোটে বেশ কিছুটা অক্সিজেন পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
No comments:
Post a Comment