তৃণমূলে ভাঙন অব্যাহত
এক সময় দল ভাঙানোর খেলায় মেতে ছিল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোটের পর থেকে বিরোধী দলের বহু বিধায়ক এবং নেতাদের ভাঙিয়ে দলে এনে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু২ ২০২১ বিধান সভা ভোটের আগে সেই খেলা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক নেতা মন্ত্রী ভেঙে গিয়ে ভিড় বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবিরে। ফলে তৃণমূল সুপ্রিমোদের কপালে এখন চিন্তার ভাঁজ।
একদা তৃণমূলের দুই স্তম্ভ মুকুল রায় এবং অর্জুন সিং দল ছেড়েছিল।তার খেসারত তৃণমূলকে দিতে হয়েছে গত লোকসভা ভোটে। তারপর সম্প্রতী দল ছাড়ল হেবিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তা্র পরের দিন দল ছাড়ে আসানসোলের হেবিওয়েট নেতা তথা বিধায়ক রাজেশ তিওয়ারী। আবার শুক্রবার তৃণমূল সুপ্রিমোকে চিঠি লিখে দল ছাড়ার কথা প্রকাশ করে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তারপর কালনার বিধায়ক
বিশ্বজিৎ কুন্ডুর। তিনিও দল থেকে বেরিয়ে আসার কথা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন।এরপর আর কোন কোন নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভিড় বাড়াবে তারই দিকে তাকিয়ে আছে সাধারন মানুষ।তবে রাজনৈতিক বিষেষজ্ঞদের মতে তৃণমূলের আরো কিছু নেতা দল ছাড়তে পারেন।
No comments:
Post a Comment