Tuesday, February 23, 2021

ভোট কর্মীদের টিফিনের জন্য বরাদ্দ হল টাকা।

ভোট কর্মীদের টিফিনের জন্য বরাদ্দ হল টাকা।


দীর্ঘ সময় ধরে চলবে ট্রেনিং। অথচ টিফিনের ব্যবস্থা নেই। এই নিয়ে কয়েকদিন ভোটকর্মীদের মধ্যে অসন্তোষ চলছিল। সোমবার এক বিঞ্জপ্তি জারি করে সেই জল্পনার অবসান করল নির্বাচন কমিশন। তাতে জানানো হয় প্রত্যেক ট্রেনিং পর্বে প্রতি ভোট কর্মীর টিফিনের জন্য বরাদ্দ থাকবে ১৭০ টাকা। 



No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...