Thursday, April 15, 2021

ভোট মিটতেই মিড ডে মিলে কাটছাট!

 ভোট মিটতেই মিড ডে মিলে কাটছাট!


আট দফা ভোটের পর আগামী ২ রা মে ভোটের ফলাফল প্রকাশ করা হবে। ইতি মধ‍্যে প্রকাশিত হয়েছে মে মাসের মিড ডে মিলের অর্ডার। আর তাতে দেখা যাচ্ছে ওই মাসে আর বরাদ্দ থাকছে না ডাল, চিনি আর সোয়াবিন। মে মাসে পুরানো নিয়ম মেনে পড়ুয়ারা পাবে চাল,আলু, ছোলা ও সাবান। তাহলে মার্চ এবং এপ্রিল মিড ডে মিল কি তাহলে ছিল ভোটের চমক? এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।




আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...