Tuesday, January 4, 2022

কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


 কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


অনেক গৌরবময় সোনা ঝরা দিন, বহু চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত কাটিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে ৩ রা জানুয়ারী ২০২২ তারিখ সোমবার ৭৫ বছরে পদার্পন করল সেই ঐতিহ্যবাহী কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বহুল স্মৃতি বিজড়িত এই মাতৃ মন্দিরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন এর শুভ সূচনা হয় এক বর্নাঠ্য অনুষ্ঠানের মাধ্যমে। ওই দিন সকাল থেকে পূজার্চনা, মাঙ্গলিকী, বিদ্যামন্দিরের ত্রয়ী স্রষ্ঠা পুরুষ ও দাতাবৃন্দসহ শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং স্বর্গত শিক্ষক, শিক্ষাকর্মী,শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জাপন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্লাটিনাম জয়ন্তীর পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং সমর শিক্ষার্থী বাহিনীর পতাকা উত্তোলোন ক‍রেন বিশিষ্ঠ ব‍্যক্তিবর্গ। এদিনের এই প্রভাতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই বিদ্যালয়ের স্বনামধন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস মহাশয়।প্রধান অতিথি ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী দক্ষানন্দজী। তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত নিত্যগোপাল দাস এবং দীপক পঞ্চাধ্যায়ী, কালিন্দী গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন কুমার দাস, রামনগর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজয়শঙ্কর পট্টনায়ক, শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী জনাব মীর মমরেজ আলি, দীপক কুমার দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।



উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্নাঠ্য শোভাযাত্রার মাধ্যমে ডেরা থেকে কালিন্দী উত্তর পাড়া পর্যন্ত প্রভাত ফেরি হয়। শঙ্খ, ঢাক, ঢোল সহ বিভিন্ন ধরনের ট্যাবলো সহকারে আয়োজিত এই ধরনের পরিক্রমা ছিল চোখে পড়ার মতো। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে এদিনের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।



তারপর বিকাল চারটা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী শ্রীযুত অখিল গিরি মহাশয়, রামনগর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা ঘোড়াই মহাশয়া, কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। অখিল বাবু তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং প্রয়োজনে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এছাড়া ত্রয়ী স্মৃতি মন্দিরের তাৎপর্য বিশ্লেষণ করেন প্রদীপ্ত বাবু। নাচ,গান,আবৃত্তির মধ্য দিয়ে রাত পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে এবং মীরার বধুয়া নৃত‍্য নাট‍্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস মহাশয় জানান করোনা বিধিকে মান্যতা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের দুই শিক্ষক ড. সৌমিক কর এবং তরুন রঞ্জন গিরি মহাশয়।









আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...