Tuesday, March 16, 2021

ভোটের ডিউটি কাটাতে গিয়ে বিপদের সম্মুখীন কিছু কর্মচারী।

 ভোটের ডিউটি কাটাতে গিয়ে বিপদের সম্মুখীন কিছু কর্মচারী।



ভোটের ডিউটি কাটাতে গিয়ে বিপদের সম্মুখীন কিছু কর্মচারী।ঘটনাটি ঘটেছে আসামেরর নলবারি এলাকায় । সামনে বিধান সভা নির্বাচন।এই ভোটে প্রথা অনুযায়ী শিক্ষক দের ডিউটি দেওয়া হয়। এই অবস্থায় মেডিকেল দেখিয়ে ডিউটি কাটানোর জন্য কমিশনে আবেদন করেন বেশ কিছু শিক্ষক। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন‌ও তাদের মেডিকেল চেক করে। এতে কিছু শিক্ষক ভোটের ডিউটি করতে অক্ষম হিসেবে বিবেচিত হন। আর তারপরেই হঠাৎ করে এক চমক তৈরি হয়। যারা ভোটের কাজের জন্য অক্ষম তাদের নামের একটি বিশেষ তালিকা তৈরি করে নলবারি এলাকার জেলা নির্বাচন আধিকারীক। এরপর সেই তালিকা রাজ‍্য উচ্চ শিক্ষা দপ্তরে পাঠান। তাতে উল্লেখ করা হয়, যে সব কর্মচারী ভোটের কাজ করতে অক্ষম তারা তাদের পেশাগত কাজ চালিয়ে যাওয়ার জন্য ও উপযুক্ত নয়। তাই তাদের ভলেনটিয়ারি রিটায়ারমেন্ট দেওয়ার জন্য সুপারিশ করে নির্বাচন আধিকারিক। ফলে এই ঘটনা নিয়ে কর্মচারি মহলেও চাঞ্চল‍্যের সৃষ্টি হয়।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...