Sunday, December 18, 2022

প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির

 প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির


রক্তদান জীবন দান, রক্তদান পুন্য কাজ। একজনের রক্ত একাধীক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্ত সংকট মেটাতে মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে এল কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ১৮ই ডিসেম্বর ররিবার প্রেরনার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এক সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন সকাল দশটায়।এদিনের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত দীপক পঞ্চাধ্যায়ী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী শ্রীযুত অশোক মাইতি মহাশয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের বর্তমান প্রধান শ্রীযুত স্বপন দাস, বিশিষ্ঠ সমাজসেবী শ্রীযুত কৃষ্ণেন্দু শাসমল ও শ্রীযুত সন্তোষ মণ্ডল মহাশয়।


অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সসম্মানে বরণ করা হয় পুষ্প, চন্দন, ব্যাচ এব‌ং উত্তরীয় প্রদানের মাধ্যমে।এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সভাপতি দীপক বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। তারপর স্বাগত বক্তব্য রাখেন কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর স্থায়ী সভাপতি সিঞ্চন গিরি মহাশয়। তিনি তার বক্তত্যে এই সংস্থার দীর্ঘদিনের মানব সেবার কর্মকান্ডের কথা সকলের সামনে তুলে ধরেন। এরপর সংস্থার স্থায়ী সম্পাদক উজ্জ্বল গিরি সকল অতিথিদের রক্তদান শিবিরে নিয়ে গিয়ে সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং রক্তদানের কাজ শুরু করেন। এদিনের এই শিবিরে ৩১ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।

         



রক্তদান শিবিরের পাশাপাশি শুরু হয় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কৌস্তভ প্রধান মহাশয় যত্ন সহকারে চক্ষু পরীক্ষার কাজ করেন এবং রোগীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় তিরিশ জন ব‍্যক্তি চক্ষু পরীক্ষা করান। 




এছাড়াও এদিনের কর্মসূচীতে ছিল শীতবস্ত্র দানের কাজ। শীতবস্ত্রের অভাবে অনেক দুস্থ  কষ্ট ভোগ করেন। তাই তাদের সাহায্যের জন্য চাদর এবং কম্বল নিয়ে প্রায় তিরিশ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়া এদিনের এই অনুষ্ঠান মঞ্চে এক ক্যানসার আক্রান্ত মহিলা ও এক থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।



উপস্থিত সকল অতিথিবৃন্দ মানব সেবার জন্য এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে সবরকম সাহায্য এবং সহযোগীতার আশ্বাস দেন। সংস্থার সভাপতি সিঞ্চন বাবু অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল অতিথিদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সফল করে তোলার জন্য সিঞ্চনবাবু সংস্থার সকল সদস্য- সদস্যাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। 



এদিনের এই অনুষ্ঠান এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন চন্দন রাউৎ ও সুবীর করণ মহাশয়। আর সংগীত ও নৃত্য পরিচালনা করেন বর্ণপরিচয় সংস্থা।

5 comments:

  1. Good effort for mankind.. Go ahed

    ReplyDelete
  2. খুব সুন্দর,,
    সাধু উদ্যোগ।।
    এই সংস্থার সর্বাঙ্গীন কুশল কামনা করি।

    ReplyDelete
  3. এগিয়ে যাও।

    ReplyDelete
  4. প্রেরণা পেলাম

    ReplyDelete

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...