Wednesday, April 15, 2020

ভারতবর্ষের স্বাধীনতা লাভের সেই মুহুর্ত এবং কলকাতার রাজপথ।।


ভারতে দুই প্রজাতির বাদুড়ের মধ্যে পাওয়া গেল করোনাভাইরাস এর অস্তীত্ব, রিপোর্টে বলল আইসিএমআর

ইন্ডিয়ান ফ্লাইং ফক্স এবং ফল খাওয়া বাদুড়ের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের খোঁজ।




নভেল করোনাভাইরাসের বাহক বাদুড় হতে পারে এমন আভাস আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক গবেষণার রিপোর্ট বলছে, ভারতের দুই প্রজাতির বাদুড়ের মধ্যে বিটা-করোনাভাইরাসের প্রাণঘাতী ভাইরাল স্ট্রেনের খোঁজ মিলেছে। ইন্ডিয়ান ফ্লাইং ফক্স এবং ফল খাওয়া বাদুড়ের (Rousttus)শরীরে পাওয়া গেছে এই আরএনএ ভাইরাসের খোঁজ।
এই মারণ ভাইরাসের উৎসের কারণ বাদুড় হতে পারে কিনা সেই নিয়ে যৌথভাবে গবেষণা চালাচ্ছিল আইসিএমআর ও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)। গবেষকরা বলছেন, কেরল, তামিলনাড়ু, হিমাচলপ্রদেশ ও পুদুচেরীর নানা জায়গা থেকে ওই দুই প্রজাতির বাদুড় সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা চলছিল। দুই প্রজাতিরই ২৫টি বাদুড়ের গলা থেকে পাওয়া নমুনার আরটি-পিসিআর (রিভার্স-ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিঅ্যাকশন)পরীক্ষা করে ভাইরাল স্ট্রেনের খোঁজ মিলেছে। মনে করা হচ্ছে নয়া করোনাভাইরাসের Reservoir এই দুইপ্রজাতির বাদুড় হলেও হতে পারে। তবে এই বাদুড়ের থেকে মানুষের মধ্যে সংক্রমণ এখনই ছড়িয়েছে কিনা সেটা নিশ্চিত করে জানা যায়নি। জার্নাল অব মেডিক্যাল রিসার্চে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। The Hindustan Times  সংবাদ পত্রে প্রকাশিত হয়েছ
"Researchers of the Indian Council of Medical Research (ICMR) have detected coronaviruses (CoVs) among two species of bats in the country, highlighting the need for continuous active surveillance in the mammal to identify the emerging strains of the viruses that can cause an epidemic."

বিজ্ঞানীরা বলছেন, ইন্ডিয়ান ফ্লাইং ফক্সের চারটি স্যাম্পেল ও ফল খাওয়া বাদুড়দের ২১টি স্যাম্পেলের মধ্যে ব্যাট-কভ (BtCov-যা আসলে বিটা-করোনারই স্ট্রেন) স্ট্রেন পাওয়া যায়।

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...