Saturday, June 17, 2023

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।


এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতীয় পরীক্ষায়। না আর কেউ নয়। এবার‌ও সাফল্যের কারিগর কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের সেই স্বনামধন্য কৃতী ছাত্র সেক স‌ঈফ উদ্দিন আহমেদ। 


স‌ঈফ এবারের উচ্চ মাধ‍্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করে সবার নজর কেড়েছে। দু বছর আগে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে ছিল। আর এবার তাক লাগানো সাফল্য অর্জন করলো সর্বভারতীয় NEET  পরীক্ষায়।  গত 13/07/2023 তারিখে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় ডাক্তারীর এই সর্বভারতীয় প্রবেশীকা পরীক্ষায় স‌ঈফের All India Rank হল 907 কিন্তু OBC-NCL হিসেবে CATEGORY RANK করেছে 218. এই পরীক্ষায় মোট 720 নম্বরের মধ্যে স‌ঈফের প্রাপ্ত নম্বর হল 690. 


না কোনো বড় শহর নয়। পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম কালিন্দীর এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছে স‌ঈফ। বাবা এক স্থানীয় কৃষি সমবায় সমিতিতে কর্মরত। মা একজন গৃহিনী। তবু সবরকম প্রতিবন্ধকতাকে জয় করে অদম‍্য জেদ,মেধা, অধ্যবশায় , নিষ্ঠা এবং নিয়মানুবর্তীতাকে কাজে লাগিয়ে সাধারণ থেকে অসাধারণ সাফল্যের শিখর স্পর্শ করেছে স‌ঈফ।


তার এই সাফল্যকে স্বাগত জানিয়েছে কালিন্দীর আপামর জনসাধারন। তার এই সাফল্যে সবাই খুব খুশি। এর জন্য তাকে বহু মানুষ শুভেচ্ছা ও আর্শীবাদ জানিয়েছেন। কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স‌ং‌সদের সভাপতি দীপক কুমার দাস বলেন, স‌ঈফের সাফল্যে আমরা গর্বিত। সে আগামী দিনে অনেক বড়ো ডাক্তার হয়ে সবার মুখোজ্জ্বল করবে এই কামনা করছি।

Sunday, June 4, 2023

কৃতী স‌ইফকে সারস্বত সম্মাননা প্রদান করল প্রাক্তন ছাত্র সংসদ

কৃতী স‌ইফকে সারস্বত সম্মাননা প্রদান করল প্রাক্তন ছাত্র সংসদ


 মাত্র কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর তাতেই ভালো ফল করে সবার নজর কেড়েছে কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অন্যতম ছাত্র সেখ স‌ইফ উদ্দিন আহমেদ।উক্ত পরীক্ষায় সে দশম স্থান অধিকার করেছে গোটা রাজ্যের মধ্যে। তার এই অসাধারণ সাফল্যে মুখোজ্জ্বল হয়েছে কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের এবং সমগ্র কালিন্দী অঞ্চলের। এর জন্য গর্বিত কালিন্দীর সকল অধিবাসীবৃন্দ।



স‌ইফের এই সাফল্যকে স্বাগত জানিয়েছে কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স‌ংসদ। তাই তার এই সাফল্যকে স্মরনীয় করে রাখার জন্য  এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য ৩রা জুন শনিবার সকাল দশটায় তার‌ই বাড়িতে এক ক্ষুদ্র অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই কৃতী ছাত্র স‌ইফকে কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স‌ংসদ এর পক্ষ থেকে প্রদান করা হয় "সারস্বত সম্মাননা"।




পুষ্প স্তবক, উত্তরীয়, স্মারক,মানপত্র,ব‌ই,কলম, তাম্রপাত্র এবং মিষ্টান্ন প্রদান করে সবার প্রিয় স‌ইফের প্রতি সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। 

স‌ইফের পাশাপাশি তার পিতা,মাতা,পিতামহ,মাতামহকেও পুষ্পস্তবক প্রদান করে সম্মান জানানো হয়।প্রসঙ্গত উল্লেখ‍্য এই স‌ইফ ই ২০২১ এর মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিল।সেই সময় করোনা কালীন পরিস্থিতি থাকায় তার এই সাফল্য অতটা প্রচারের আলোয় আলোকিত হয়নি।
এ দিনের এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক পঙ্কজ কুমার দাস, দীপক কুমার দাস, নিত্যগোপাল দাস, গুরুপদ বারিক , দীপক পঞ্চাধ্যায়ী মহাশয়।
এছাড়া সংসদের পক্ষ থেকে আর‌ও উপস্থিত ছিলেন জনাব মীর মমরেজ আলি, স্বপন কুমার দাস, কৃষ্ণেন্দু শাসমল, সঞ্জীব কুমার শ্যামল, জগদীশ জানা, সিঞ্চন গিরি সহ অন্যান্য সদস‍্য বৃন্দ। সকলে স‌ইফকে আর্শীবাদ করেন এবং আগামী দিনে সে যাতে আর‌ও সাফল্য অর্জন করতে পারে তার জন্য সর্বমঙ্গলময় কর্তার কাছে প্রার্থনা জানিয়ে এদিনের অনুষ্ঠান শেষ করা হয়।



Sunday, December 18, 2022

প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির

 প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির


রক্তদান জীবন দান, রক্তদান পুন্য কাজ। একজনের রক্ত একাধীক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্ত সংকট মেটাতে মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে এল কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ১৮ই ডিসেম্বর ররিবার প্রেরনার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এক সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন সকাল দশটায়।এদিনের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত দীপক পঞ্চাধ্যায়ী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী শ্রীযুত অশোক মাইতি মহাশয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের বর্তমান প্রধান শ্রীযুত স্বপন দাস, বিশিষ্ঠ সমাজসেবী শ্রীযুত কৃষ্ণেন্দু শাসমল ও শ্রীযুত সন্তোষ মণ্ডল মহাশয়।


অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সসম্মানে বরণ করা হয় পুষ্প, চন্দন, ব্যাচ এব‌ং উত্তরীয় প্রদানের মাধ্যমে।এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সভাপতি দীপক বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। তারপর স্বাগত বক্তব্য রাখেন কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর স্থায়ী সভাপতি সিঞ্চন গিরি মহাশয়। তিনি তার বক্তত্যে এই সংস্থার দীর্ঘদিনের মানব সেবার কর্মকান্ডের কথা সকলের সামনে তুলে ধরেন। এরপর সংস্থার স্থায়ী সম্পাদক উজ্জ্বল গিরি সকল অতিথিদের রক্তদান শিবিরে নিয়ে গিয়ে সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং রক্তদানের কাজ শুরু করেন। এদিনের এই শিবিরে ৩১ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।

         



রক্তদান শিবিরের পাশাপাশি শুরু হয় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কৌস্তভ প্রধান মহাশয় যত্ন সহকারে চক্ষু পরীক্ষার কাজ করেন এবং রোগীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় তিরিশ জন ব‍্যক্তি চক্ষু পরীক্ষা করান। 




এছাড়াও এদিনের কর্মসূচীতে ছিল শীতবস্ত্র দানের কাজ। শীতবস্ত্রের অভাবে অনেক দুস্থ  কষ্ট ভোগ করেন। তাই তাদের সাহায্যের জন্য চাদর এবং কম্বল নিয়ে প্রায় তিরিশ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়া এদিনের এই অনুষ্ঠান মঞ্চে এক ক্যানসার আক্রান্ত মহিলা ও এক থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।



উপস্থিত সকল অতিথিবৃন্দ মানব সেবার জন্য এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে সবরকম সাহায্য এবং সহযোগীতার আশ্বাস দেন। সংস্থার সভাপতি সিঞ্চন বাবু অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল অতিথিদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সফল করে তোলার জন্য সিঞ্চনবাবু সংস্থার সকল সদস্য- সদস্যাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। 



এদিনের এই অনুষ্ঠান এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন চন্দন রাউৎ ও সুবীর করণ মহাশয়। আর সংগীত ও নৃত্য পরিচালনা করেন বর্ণপরিচয় সংস্থা।

Tuesday, January 4, 2022

কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


 কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


অনেক গৌরবময় সোনা ঝরা দিন, বহু চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত কাটিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে ৩ রা জানুয়ারী ২০২২ তারিখ সোমবার ৭৫ বছরে পদার্পন করল সেই ঐতিহ্যবাহী কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বহুল স্মৃতি বিজড়িত এই মাতৃ মন্দিরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন এর শুভ সূচনা হয় এক বর্নাঠ্য অনুষ্ঠানের মাধ্যমে। ওই দিন সকাল থেকে পূজার্চনা, মাঙ্গলিকী, বিদ্যামন্দিরের ত্রয়ী স্রষ্ঠা পুরুষ ও দাতাবৃন্দসহ শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং স্বর্গত শিক্ষক, শিক্ষাকর্মী,শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জাপন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্লাটিনাম জয়ন্তীর পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং সমর শিক্ষার্থী বাহিনীর পতাকা উত্তোলোন ক‍রেন বিশিষ্ঠ ব‍্যক্তিবর্গ। এদিনের এই প্রভাতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই বিদ্যালয়ের স্বনামধন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস মহাশয়।প্রধান অতিথি ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী দক্ষানন্দজী। তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত নিত্যগোপাল দাস এবং দীপক পঞ্চাধ্যায়ী, কালিন্দী গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন কুমার দাস, রামনগর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজয়শঙ্কর পট্টনায়ক, শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী জনাব মীর মমরেজ আলি, দীপক কুমার দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।



উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্নাঠ্য শোভাযাত্রার মাধ্যমে ডেরা থেকে কালিন্দী উত্তর পাড়া পর্যন্ত প্রভাত ফেরি হয়। শঙ্খ, ঢাক, ঢোল সহ বিভিন্ন ধরনের ট্যাবলো সহকারে আয়োজিত এই ধরনের পরিক্রমা ছিল চোখে পড়ার মতো। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে এদিনের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।



তারপর বিকাল চারটা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী শ্রীযুত অখিল গিরি মহাশয়, রামনগর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা ঘোড়াই মহাশয়া, কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। অখিল বাবু তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং প্রয়োজনে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এছাড়া ত্রয়ী স্মৃতি মন্দিরের তাৎপর্য বিশ্লেষণ করেন প্রদীপ্ত বাবু। নাচ,গান,আবৃত্তির মধ্য দিয়ে রাত পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে এবং মীরার বধুয়া নৃত‍্য নাট‍্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস মহাশয় জানান করোনা বিধিকে মান্যতা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের দুই শিক্ষক ড. সৌমিক কর এবং তরুন রঞ্জন গিরি মহাশয়।









Sunday, June 13, 2021

Names of Prime Minister of Independent India

 Names of Prime Minister of Independent India.


India got Independent in 1947. Pandit Jawaharlal Nehru was the first prime minister of Independent India. But India is a democratic country. Government is made by the people for the people. According to the span of five years MP election is conducted to form the central government of India. Prime minister is elected from winning party also. Here we will discuss about the the prime minister and their time period. A list is made to follow the details.






আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...