এবার জঙ্গল মহলে ব্যাকফুটে পড়তে পারে তৃণমূল এবং বিজেপি।
আগামী বিধান সভা ভোট নিয়ে সরগরম গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। বাংলার মশনদের লড়াইয়ে কারা ক্ষমতা কায়েম করতে পারবে তার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।কথায় আছে Cricket is the game of Uncertainty. এবারের বিধান সভা ভোটটা ঠিক এই ধরনের স্ট্রাটেজি মেনে হতে পারে বলে ধরে নেওয়া যেতে পারে। তবে প্রত্যেক বারই জঙ্গল মহলের ভোট বাংলার সরকার গঠনের ক্ষেত্রে একটা বড় নজীর রাখে। পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, পুরুলিয়া জেলা যেগুলি জঙ্গল মহল নামে পরিচিত একসময় লাল দুর্গ নামে পরিচিত ছিল। সিপিএমের খাস তালুক এই সব এলাকায় বাম নেতাদের এক চেটিয়া আধিপত্য ছিল।তাদের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বিরোধীদেরমুখ খোলার মতো কোনো ক্ষমতা ছিল না। লাঙল যার জমি তার, স্লোগানকে হাতিয়ার করে যারা বিপুল ক্ষমতার অধিকারী হয়েছিল দীর্ঘ ২৫ বছর পর তারা তা আর ধরে রাখতে পারেনি। বাম নেতাদের দর্প,অহংকার এবং লাগামছাড়া অত্যাচার এক সময় সাধারন মানুষ কে অতিষ্ঠ করে তোলে। বুদ্ধদেব জামানার শেষের দিকে সাধারন মানুষ বামেদের প্রতি আস্থা একেবারে হারিয়ে ফেলে।সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। জঙ্গল মহলে তৃণমূল এর আধিপত্য বিস্তারের পুরো ভাগে ছিল শুভেন্দু অধিকারী। তিনি যতদিন ওই এলাকার দায়িত্বে ছিলেন ততদিন সেখানে তৃণমূল ভালো ফল করেছিল।কিন্তু অভিষেক ব্যানার্জীর হাতে ক্ষমতা হস্তান্তর সেখানকার মানুষ ভালো চোখে নেয়নি।তার প্রমান মিলেছে গত লোকসভা ভোটে।
বর্তমানে শুভেন্দু চলে গেছে বিজেপিতে। তবে শুভেন্দুর এই দলবদল সেখানকার মানুষ কি ভাবে নিয়েছে সেটা ভোটের পর জানা যাবে।তবে অন্দরের খবর অনুযায়ী শুভেন্দুর দল বদলের পর অনেক মানুষ আবার বাম দলে ভিড়তে শুরু করেছে।তারপর বাড়তি অক্সিজেন জোগাতে শুরু করেছে সিপিএম নেতা সুশান্ত ঘোষের এলাকায় ফেরা। গত কয়েক দিন আগে জঙ্গল মহলে শুভেন্দুর সভা খুব একটা সাড়া ফেলতে পারেনি। আবার অন্যদিকে সুশান্ত ঘোষের র্যালিতে ভিড় বাম নেতাদের মনোবল বাড়িয়েছে। আগের ভোট গুলোতে দেখা গেছে সিপিএম প্রচারের জন্য লোক খুঁজে পেত না।আর এখন বামেদের সভায় এবং মিছিলে সাধারণ মানুষের স্বতঃফূর্ত আগমণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বদের কপালে কিছুটা চিন্তার ভ্যাজ ফেলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বাম এবং কংগ্রেস এক সঙ্গে জোট হয়েছে। তাই ভোট কাটাকাটির খেলায় আগামী বিধান সভা ভোটে জঙ্গল মহলে বামেদের পিছনে ফেলে রেখে নিজেদের কর্তৃত্ব করতে তৃণমূল এবং বিজেপিকে বেশ কিছুটা বেগ পেতে হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।