Saturday, January 16, 2021

এক নজরে ফেব্রুয়ারী মাসের মিড ডে মিল বিতরণের তালিকা।

 এক নজরে ফেব্রুয়ারী মাসের মিড ডে মিল বিতরণের তালিকা।


প্রকাশিত হল ফেব্রুয়ারী মাসের মিড ডে মিল বিতরণের নির্দেশিকা। আগামী ৫ - ৯ ফেব্রুয়ারীর মধ্যে এই কাজ করতে হবে বিদ্যালয়গুলিকে। তবে বিতরণ সামগ্রীর পরিমান এক‌ই রাখা হয়েছে। কিন্তু উক্ত মাসের জন্য আলুর দাম প্রতি কেজি ১৬ টাকা এবং একটি সাবান ১০ টাকা নির্ধারন করা হয়েছে। তবে এবার চাল এবং ছোলার সঙ্গে সাবান‌ও স্কুল গুলিতে পৌছে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে অর্ডার কপিতে।





Thursday, January 14, 2021

বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি।

 বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি।




বর্তমান শিক্ষাবর্ষে কমছে পুজার ছুটি। এরার আর টানা দূর্গা পুজা থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ছুটি থাকছে না। প্রথম ধাপে ১১/১০/২০২১ থেকে ২৩/১০২০২১ পর্যন্ত রবিবার বাদে ছুটি থাকবে ১২ দিন। তারপর কালীপুজা এবং ভাতৃদ্বিতীয়ার জন্য মাত্র তিন দিন ছুটি ঘোষনা করা হয়েছে।

Tuesday, January 12, 2021

রাজ্যে এল করোনা ভ্যাকসিন।জেনে নিন কবে থেকে শুরু হবে ভ্যাকসিনেশান।

 রাজ্যে এল করোনা ভ্যাকসিন।জেনে নিন কবে থেকে শুরু হবে ভ্যাকসিনেশান। 



আজ রাজ্যে এল করোনা ভ্যাকসিন। কোভিশিল্ড এর তৈরি করা ভ্যাকসিন এল রাজ্যে। প্রথম দফায় কেন্দ্র থেকে ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিন পেল রাজ্য। আপাতত বাগবাজার সেন্ট্রাল স্টোরে এই ভ্যাকসিন রাখা হচ্ছে। আজ রাত থেকে বিভিন্ন জেলায় এই জীবন দায়ী ঔষধ পাঠানোর কাজ শুরু হবে। ১৪ জানুয়ারীর মধ্যে সব জেলায় পৌছে যাবে এই ভ্যাকসিন। ১৬ জানুয়ারী থেকে শুরু হবে টীকাকরন কর্মসূচী। তবে প্রথম দফায় স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। তারপর সাফাই ও শিক্ষার সঙ্গে যুক্তরা টীকা পাওয়ার কথা। সেই নিয়ম মেনে টীকার কাজ শুরু হবে নাকী অন্য কোনো ভাবে তা করা হবে তার দিকে তাকিয়ে রাজ্যবাসী।

Sunday, January 10, 2021

"বাংলার শিক্ষা" পোর্টালে আই ডি না থাকলেও ভর্তি নিতে হবে পড়ুয়াদের।

 "বাংলার শিক্ষা" পোর্টালে আই ডি না থাকলেও ভর্তি নিতে হবে পড়ুয়াদের : কমিশনার।



Saturday, January 9, 2021

প্রাথমিক শিক্ষকদের ৫ ঘন্টার প্রশিক্ষন।

প্রাথমিক শিক্ষকদের ৫ ঘন্টার প্রশিক্ষন দেবে সমগ্র শিক্ষা মিশন। অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষন দেওয়া হবে বলে জানানো হয়েছে।


Friday, January 8, 2021

এবার জঙ্গল মহলে ব্যাকফুটে পড়তে পারে তৃণমূল এবং বিজেপি

 এবার জঙ্গল মহলে ব্যাকফুটে পড়তে পারে তৃণমূল এবং বিজেপি।



আগামী বিধান সভা ভোট নিয়ে সরগরম গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। বাংলার মশনদের লড়াইয়ে কারা ক্ষমতা কায়েম করতে পারবে তার জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।কথায় আছে Cricket is the game of Uncertainty. এবারের বিধান সভা ভোটটা ঠিক এই ধরনের স্ট্রাটেজি মেনে হতে পারে বলে ধরে নেওয়া যেতে পারে। তবে প্রত্যেক বার‌ই জঙ্গল মহলের ভোট বা‌ংলার সরকার গঠনের ক্ষেত্রে একটা বড় নজীর রাখে। পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, পুরুলিয়া জেলা যেগুলি জঙ্গল মহল নামে পরিচিত একসময় লাল দুর্গ নামে পরিচিত ছিল। সিপিএমের খাস তালুক এই সব এলাকায় বাম নেতাদের এক চেটিয়া আধিপত্য ছিল।তাদের কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বিরোধীদেরমুখ খোলার মতো কোনো ক্ষমতা ছিল না। লাঙল যার জমি তার, স্লোগানকে হাতিয়ার করে যারা বিপুল ক্ষমতার অধিকারী হয়েছিল দীর্ঘ ২৫ বছর পর তারা তা আর ধ‍রে রাখতে পারেনি। বাম নেতাদের দর্প,অহংকার এবং লাগামছাড়া অত্যাচার এক সময় সাধারন মানুষ কে অতিষ্ঠ করে তোলে। বুদ্ধদেব জামানার শেষের দিকে সাধারন মানুষ বামেদের প্রতি আস্থা একেবারে হারিয়ে ফেলে।সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। জঙ্গল মহলে তৃণমূল এর আধিপত্য বিস্তারের পুরো ভাগে ছিল শুভেন্দু অধিকারী। তিনি যতদিন ওই এলাকার দায়িত্বে ছিলেন ততদিন সেখানে তৃণমূল ভালো ফল করেছিল।কিন্তু অভিষেক ব্যানার্জীর হাতে ক্ষমতা হস্তান্তর সেখানকার মানুষ ভালো চোখে নেয়নি।তার প্রমান মিলেছে গত লোকসভা ভোটে। 

বর্তমানে শুভেন্দু চলে গেছে বিজেপিতে। তবে শুভেন্দুর এই দলবদল সেখানকার মানুষ কি ভাবে নিয়েছে সেটা ভোটের পর জানা যাবে।তবে অন্দরের খবর অনুযায়ী শুভেন্দুর দল বদলের পর অনেক মানুষ আবার বাম দলে ভিড়তে শুরু করেছে।তারপর বাড়তি অক্সিজেন জোগাতে শুরু করেছে সিপিএম নেতা সুশান্ত ঘোষের এলাকায় ফেরা। গত কয়েক দিন আগে জঙ্গল মহলে শুভেন্দুর সভা খুব একটা সাড়া ফেলতে পারেনি। আবার অন্যদিকে সুশান্ত ঘোষের র‍্যালিতে ভিড় বাম নেতাদের মনোবল বাড়িয়েছে। আগের ভোট গুলোতে দেখা গেছে সিপিএম প্রচারের জন্য লোক খুঁজে পেত না।আর এখন বামেদের সভায় এবং মিছিলে সাধারণ মানুষের স্বতঃফূর্ত আগমণ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতৃত্বদের কপালে কিছুটা চিন্তার ভ্যাজ ফেলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বাম এবং কংগ্রেস এক সঙ্গে জোট হয়েছে। তাই ভোট কাটাকাটির খেলায় আগামী বিধান সভা ভোটে জঙ্গল মহলে বামেদের পিছনে ফেলে রেখে নিজেদের কর্তৃত্ব করতে তৃণমূল এবং বিজেপিকে বেশ কিছুটা বেগ পেতে হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Wednesday, January 6, 2021

স্কুল খোলার আগে শিক্ষকদের টীকা।

 স্কুল খোলার আগে শিক্ষকদের টীকা।




করোনা আবহে স্কুল খোলার ঝুঁকি নিয়ে এর আগে দুবার হাত পুড়িয়েছে ব্রিটেন সরকার। স্কুল খোলায় বেড়েছে সংক্রমন। সেই থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার স্কুল খোলার আগে সকল শিক্ষকদের করোনা ভ্যাকসিন টীকাকরন করা হবে। এমনকি তাদের পরিবারের সদস্যদের ও টীকাকরনের আওতায় আনার কথা জানিয়েছে ভারত সরকার। তার পর ১২ - ১৮ বছর বয়সী পড়ুয়াদের টীকার আওতায় আনার কথা ভাবা হয়েছে।তারপর‌ই পুরোদমে শুরু হবে স্কুল বলে জানানো হয়।

Tuesday, January 5, 2021

আবার‌ও ভাঙল তৃণমূল।

 আবার‌ও ভাঙল তৃণমূল।



এবার ভাঙনের তালিকায় এল তৃণমূল বিধায়ক লক্ষীরতন শুক্লা। আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়ে জানান তিনি আর মন্ত্রী সভায় থাকতে চান না। ক্রীড়া প্রতিম্ন্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি জানান, তিনি রাজনীতি থেকে অবসর নিতে চান এবং তিনি তার পুরানো পেষা ক্রিকেট দুনীয়ায় ফিরতে চান। এর পাশাপাশি তিনি হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদ থেকে ও পদত্যাগ করেন।


আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...