Sunday, June 13, 2021

এক নজরে সারা দেশে করোনা কেস ও ভ‍্যাকসিনেশানের পরিসংখ‍্যান।

 এক নজরে সারা দেশে করোনা কেস ও ভ‍্যাকসিনেশানের পরিসংখ‍্যান।



মহামারি করোনার সঙ্গে লড়াই করছে গোটা দেশ। দফায় দফায় লকডাউন এবং প্রসাশনিক পদক্ষেপের জেরে সংক্রমণের পারদ অনেকটাই নীচে নেমেছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এখনো পর্যন্ত পরিস্থিতি আয়ত্তের মধ‍্যে আসতে অনেক বাকি। এখনো সাধারণ মানুষকে এক‌ই রকম সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ১২ ই জুন দেশের স্বাস্থ‍্যদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা ভারতবর্ষে  ৬৩ দিন পর মোট সংক্রমিতের সংখ‍্যা ১১ লক্ষের নীচে নেমেছে। ওই দিনের দেওয়া পরিসংখ‍্যান অনুযায়ী মোট সংক্রমিতের সংখ‍্যা ১০,৮০,৬৯০ জন। গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ‍্যা কমেছে ৪০,৯৮১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,২১,৩১১ জন। গত তিরিশ দিন ধরে আক্রান্তের থেকে সুস্থতার সংখ‍্যা বাড়ছে বলে জানানো হয়। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২,৭৯,১১,৩৮৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.০৭% । সাপ্তাহিক আক্রান্তের হার কমেছে ৪.৯৪% এবং দৈনিক সংক্রমনের হার কমেছে ৪.৩৯% । দেশে এ পর্যন্ত মোট টেষ্ট হয়েছে ৩৭.৬২ কোটি মানুষের। এ পর্যন্ত মোট ভ‍্যাকসিন দেওয়া হয়েছে ২৪.৯৬ কোটি মানুষকে। তবে সংক্রমনের হার আরো কমিয়ে আনতে হলে সাধারণ মানুষকে করোনা বিধিনিষেধ কঠোর মেনে চলতে অনুরোধ করা হয়।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...