ইয়াশ দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে এলো রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ী, মেদিনীপুর
মহামারি করোনার দাপটে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহুর্তে ইয়াশের ভয়াল রূপ আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায়। এই ঘুর্নীঝড়ের জেরে উদ্ভুত ভয়ংকর জলোচ্ছাসে ভিটেমাটি হারিয়েছে বহু মানুষ। সর্বহারা এই সব মানুষদের মধ্যে কেউ কেউ আছেন সরকার নির্মিত আশ্রয়স্থলে আবার কেই রয়েছেন উঁচু বাঁধের ওপর অস্থায়ী ছাউনীর তলায়।এই পরিস্থিতি তে দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে এলো মেদিনীপুর শহরের রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ী। আজ ৮ জুন মঙ্গলবার কালিন্দী অঞ্চলের অরকবনিয়া ও দাদনপাত্রবাড় এলাকার ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজারের বেশি মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এই প্রতিষ্ঠান থেকে। মহিলাদের জন্য দেওয়া হয় শাড়ি এবং পুরুষদের জন্য দেওয়া হয় গেঞ্জী। এই ত্রাণ বিতরণের পুরোভাগে ছিলেন মেদিনীপুর শহরের রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ীর সম্মানীয় অধ্যক্ষ স্বামী জয়ানন্দ মহারাজ। তিনি প্রত্যেকের হাতে নতুন বস্ত্র তুলে দেন। এছাড়া তার সঙ্গে ছিলেন আরও অন্যান্য আশ্রমীকগণ। এই মহৎ কাজে সাহায্যের জন্য কালিন্দী অঞ্চল সর্ব্বজনীন শ্যামাপূজা কমিটির সেচ্ছা সেবকগণ অংশগ্রহন করেন। নতুন বস্ত্র হাতে পেয়ে ইয়াশ কবলিত মানুষজন থুব আনন্দ প্রকাশ করেন। এছাড়া এই অসহায় মানুষজন যাতে খুব শীঘ্র স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন তার জন্য স্বামী জয়ানন্দ মহারাজ পরম প্রেমময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
সংবাদটি প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ReplyDelete