Sunday, December 18, 2022

প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির

 প্রেরনার প্রেরনায় অনুষ্ঠিত হল রক্তদান, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির


রক্তদান জীবন দান, রক্তদান পুন্য কাজ। একজনের রক্ত একাধীক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই রক্ত সংকট মেটাতে মানব সেবার ব্রত নিয়ে এগিয়ে এল কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ১৮ই ডিসেম্বর ররিবার প্রেরনার বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এক সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন সকাল দশটায়।এদিনের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনীয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত দীপক পঞ্চাধ্যায়ী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজসেবী শ্রীযুত অশোক মাইতি মহাশয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিন্দী পঞ্চায়েতের বর্তমান প্রধান শ্রীযুত স্বপন দাস, বিশিষ্ঠ সমাজসেবী শ্রীযুত কৃষ্ণেন্দু শাসমল ও শ্রীযুত সন্তোষ মণ্ডল মহাশয়।


অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সসম্মানে বরণ করা হয় পুষ্প, চন্দন, ব্যাচ এব‌ং উত্তরীয় প্রদানের মাধ্যমে।এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এদিনের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সভাপতি দীপক বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। তারপর স্বাগত বক্তব্য রাখেন কালিন্দী প্রেরনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর স্থায়ী সভাপতি সিঞ্চন গিরি মহাশয়। তিনি তার বক্তত্যে এই সংস্থার দীর্ঘদিনের মানব সেবার কর্মকান্ডের কথা সকলের সামনে তুলে ধরেন। এরপর সংস্থার স্থায়ী সম্পাদক উজ্জ্বল গিরি সকল অতিথিদের রক্তদান শিবিরে নিয়ে গিয়ে সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান এবং রক্তদানের কাজ শুরু করেন। এদিনের এই শিবিরে ৩১ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন।

         



রক্তদান শিবিরের পাশাপাশি শুরু হয় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কৌস্তভ প্রধান মহাশয় যত্ন সহকারে চক্ষু পরীক্ষার কাজ করেন এবং রোগীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেন। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় তিরিশ জন ব‍্যক্তি চক্ষু পরীক্ষা করান। 




এছাড়াও এদিনের কর্মসূচীতে ছিল শীতবস্ত্র দানের কাজ। শীতবস্ত্রের অভাবে অনেক দুস্থ  কষ্ট ভোগ করেন। তাই তাদের সাহায্যের জন্য চাদর এবং কম্বল নিয়ে প্রায় তিরিশ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়া এদিনের এই অনুষ্ঠান মঞ্চে এক ক্যানসার আক্রান্ত মহিলা ও এক থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।



উপস্থিত সকল অতিথিবৃন্দ মানব সেবার জন্য এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন এবং আগামী দিনে সবরকম সাহায্য এবং সহযোগীতার আশ্বাস দেন। সংস্থার সভাপতি সিঞ্চন বাবু অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকল অতিথিদের ধন্যবাদ জানান। সেইসঙ্গে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সফল করে তোলার জন্য সিঞ্চনবাবু সংস্থার সকল সদস্য- সদস্যাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। 



এদিনের এই অনুষ্ঠান এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন চন্দন রাউৎ ও সুবীর করণ মহাশয়। আর সংগীত ও নৃত্য পরিচালনা করেন বর্ণপরিচয় সংস্থা।

Tuesday, January 4, 2022

কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


 কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন।


অনেক গৌরবময় সোনা ঝরা দিন, বহু চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত কাটিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে ৩ রা জানুয়ারী ২০২২ তারিখ সোমবার ৭৫ বছরে পদার্পন করল সেই ঐতিহ্যবাহী কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বহুল স্মৃতি বিজড়িত এই মাতৃ মন্দিরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন এর শুভ সূচনা হয় এক বর্নাঠ্য অনুষ্ঠানের মাধ্যমে। ওই দিন সকাল থেকে পূজার্চনা, মাঙ্গলিকী, বিদ্যামন্দিরের ত্রয়ী স্রষ্ঠা পুরুষ ও দাতাবৃন্দসহ শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং স্বর্গত শিক্ষক, শিক্ষাকর্মী,শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জাপন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। প্লাটিনাম জয়ন্তীর পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং সমর শিক্ষার্থী বাহিনীর পতাকা উত্তোলোন ক‍রেন বিশিষ্ঠ ব‍্যক্তিবর্গ। এদিনের এই প্রভাতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই বিদ্যালয়ের স্বনামধন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার দাস মহাশয়।প্রধান অতিথি ছিলেন কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী দক্ষানন্দজী। তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত নিত্যগোপাল দাস এবং দীপক পঞ্চাধ্যায়ী, কালিন্দী গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন কুমার দাস, রামনগর-২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজয়শঙ্কর পট্টনায়ক, শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী জনাব মীর মমরেজ আলি, দীপক কুমার দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ।



উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্নাঠ্য শোভাযাত্রার মাধ্যমে ডেরা থেকে কালিন্দী উত্তর পাড়া পর্যন্ত প্রভাত ফেরি হয়। শঙ্খ, ঢাক, ঢোল সহ বিভিন্ন ধরনের ট্যাবলো সহকারে আয়োজিত এই ধরনের পরিক্রমা ছিল চোখে পড়ার মতো। এরপর দুপুরে মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে এদিনের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়।



তারপর বিকাল চারটা থেকে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এই পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী শ্রীযুত অখিল গিরি মহাশয়, রামনগর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিসা সাঁতরা ঘোড়াই মহাশয়া, কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক তথা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ড. প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ। অখিল বাবু তাঁর বক্তব্যে বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন এবং প্রয়োজনে সবরকম সাহায্যের আশ্বাস দেন। এছাড়া ত্রয়ী স্মৃতি মন্দিরের তাৎপর্য বিশ্লেষণ করেন প্রদীপ্ত বাবু। নাচ,গান,আবৃত্তির মধ্য দিয়ে রাত পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে এবং মীরার বধুয়া নৃত‍্য নাট‍্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস মহাশয় জানান করোনা বিধিকে মান্যতা দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের দুই শিক্ষক ড. সৌমিক কর এবং তরুন রঞ্জন গিরি মহাশয়।









Sunday, June 13, 2021

Names of Prime Minister of Independent India

 Names of Prime Minister of Independent India.


India got Independent in 1947. Pandit Jawaharlal Nehru was the first prime minister of Independent India. But India is a democratic country. Government is made by the people for the people. According to the span of five years MP election is conducted to form the central government of India. Prime minister is elected from winning party also. Here we will discuss about the the prime minister and their time period. A list is made to follow the details.






এক নজরে সারা দেশে করোনা কেস ও ভ‍্যাকসিনেশানের পরিসংখ‍্যান।

 এক নজরে সারা দেশে করোনা কেস ও ভ‍্যাকসিনেশানের পরিসংখ‍্যান।



মহামারি করোনার সঙ্গে লড়াই করছে গোটা দেশ। দফায় দফায় লকডাউন এবং প্রসাশনিক পদক্ষেপের জেরে সংক্রমণের পারদ অনেকটাই নীচে নেমেছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এখনো পর্যন্ত পরিস্থিতি আয়ত্তের মধ‍্যে আসতে অনেক বাকি। এখনো সাধারণ মানুষকে এক‌ই রকম সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ১২ ই জুন দেশের স্বাস্থ‍্যদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা ভারতবর্ষে  ৬৩ দিন পর মোট সংক্রমিতের সংখ‍্যা ১১ লক্ষের নীচে নেমেছে। ওই দিনের দেওয়া পরিসংখ‍্যান অনুযায়ী মোট সংক্রমিতের সংখ‍্যা ১০,৮০,৬৯০ জন। গত ২৪ ঘন্টায় সংক্রমিতের সংখ‍্যা কমেছে ৪০,৯৮১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,২১,৩১১ জন। গত তিরিশ দিন ধরে আক্রান্তের থেকে সুস্থতার সংখ‍্যা বাড়ছে বলে জানানো হয়। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২,৭৯,১১,৩৮৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.০৭% । সাপ্তাহিক আক্রান্তের হার কমেছে ৪.৯৪% এবং দৈনিক সংক্রমনের হার কমেছে ৪.৩৯% । দেশে এ পর্যন্ত মোট টেষ্ট হয়েছে ৩৭.৬২ কোটি মানুষের। এ পর্যন্ত মোট ভ‍্যাকসিন দেওয়া হয়েছে ২৪.৯৬ কোটি মানুষকে। তবে সংক্রমনের হার আরো কমিয়ে আনতে হলে সাধারণ মানুষকে করোনা বিধিনিষেধ কঠোর মেনে চলতে অনুরোধ করা হয়।

Friday, June 11, 2021

তাহলে কি এবার বঙ্গ বিজেপিতে ব‍্যাপক ভাঙন ?

 তাহলে কি এবার বঙ্গ বিজেপিতে ব‍্যাপক ভাঙন ?

বিধান সভা ভোটের পর দু মাস কাটতে না কাটতেই বঙ্গ বিজেপিতে ভাঙন ধরতে শুরু করেছে। ভোটৈর আগে শুরু হয়েছিল তৃণমূলে ভাঙন। আর তার মূল কারিগর ছিলেন মুকুল রায়। প্রথমে তিনিই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে ছিলেন। তারপর তার হাত ধরেই অভিষেক বন্দ‍্যোপাধ‍্যার এর তৃণমূলে ক্ষমতা বৃদ্ধি কে ইস‍্যু করে, শুভেন্দু অধিকারী, রাজীব ব‍্যানার্জী, শুভ্রাংশু রায়,সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ একাধীক তৃণমূলের হেবিওয়েট নেতা নেতৃরা তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেছিলন। বিধান সভা ভোটে বঙ্গ বিজেপি থেকে অধিকাংশ জন টিকিটও পান ভোটে লড়ার। কিন্তু দল বদলুদের টিকিট দেওয়া হল অথচ যারা দীর্ঘ দিন ধরে বিজেপির সংগঠন করছিল তাদের নাম প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়।এই নিয়ে দলের মধ্যে চরম অসন্তোষ ও দেখা দেয়। এর জন্য অনেক জায়গায় পুরোনো বিজেপিরা কিছুটা নিষ্ক্রয়তা ও দেখায়। দলের অন্তর কলহ,  নেতাদের অতি আত্মবিশ্বাস এবং তৃণমূলের চতুর কৌশলের কাছে পরাস্ত হয় বিজেপি। দল বদলু প্রার্থীরাই অধিকাংশ পরাজিত হন।আর তার পর‌ই সুর বদল করতে শুরু করেন একে একে। রাজীব ব‍্যানার্জী, সোনালী গুহ, শুভ্রাংশু রায় সহ অন্যান্য রা সরাসরি তৃণমূল ছাড়ার জন‍্য উষ্ণা ও অনুতাপ প্রকাশ করেন এবং পুন‍রায় তৃণমূলে ফেরার জন‍্য সরাসরি সুপ্রিমো কে বার্তা ও পাঠান। এবার সেই ঘরে ফেরার পালা শুরু হল শুভ্রাংশু আর মুকুল রায়কে দিয়ে। 

তবে সবচেয়ে গুরুত্বপূর্ন কথা হল, মুকুল যেমন তার দলবল নিয়ে বিজেপিতে গিয়েছিল আবার তাদের প্রত‍্যাবর্তন করাবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর যদি তাই করেন তাহলে বিজেপিতে ব‍্যাপক ভাঙন একেবারে নিশ্চিত।আর এই আশ‌ংকা কিছুটা সত‍্য বলে ধরে নেওয়া যেতে পারে।কারণ ইতিপূর্বে তৃণমূল মহল থেকেই সংকেত দেওয়া হয়েছে বিজেপির কিছু বিধায়ক ও নেতা তৃণমূলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। আর এই কথা যদি বাস্তব হয় তাহলে বঙ্গ বিজেপিকে অবশ‍্য‌ই ধাক্কার মুখে পড়তে হবে। এদিকে আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে এখন থেক‌ই কাজে নেমে পড়েছে তৃণমূল। সেক্ষেত্রে দলের প্রতি মানুষের আস্থা বাড়াতে নেতৃর কথা মত নেতা মন্ত্রীরা জন সংযোগের কাজ শুরু করে দিয়েছেন‌। এই পরিস্থিতিতে বিজেপি কি কৌশল অবলম্বন করবে তার‌ই দিকে তাকিয়ে আম জনতা ও রাজনৈতিক মহল। এছাড়া মুকুল রায়ের বিকল্প হিসেবে বিজেপি কাকে উপস্থাপিত করবে সেটাই এখন দেখার বিষয়।





Thursday, June 10, 2021

আবার‌ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি।

 আবার‌ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি।

ঘুর্নীঝড় ইয়াশের রেশ কাটতে না কাটতেই আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা  জারি করা হল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ ১০ জুন বৃহস্পতিবার থেকে ১৩ জুন রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়। 


দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা , কোলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া,বীরভূম, পুরুলিয়া, নদীয়া, মুর্শীদাবাদ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আজ সব জেলায় বজ্র বিদ‍্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। সঙ্গে থাকবে দমকা বাতাস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমি থাকবে বলে উল্লেখ করা হয়। তবে আগামী দিন গুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। ১১ - ১৩ জুন প্রবল বৃষ্টিপাত এর সম্ভবনা আছে। অধিকাংশ জায়গায় গড়ে ৭-১১ সেমি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সংকেত জা্রি করা হয়েছে। 

সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমান হবে ৭-২০ সেমি। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায় এই অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এই প্রবল ঝড় বৃষ্টির ফলে সমুদ্র উত্তাল থাকবে। জলোচ্ছাসের সম্ভবনা ও আছে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মৎস‍্যজীবিদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাশন। তবে আগামী ১৪ জুন আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।




আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...