আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি।
ঘুর্নীঝড় ইয়াশের রেশ কাটতে না কাটতেই আবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ ১০ জুন বৃহস্পতিবার থেকে ১৩ জুন রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়।
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা , কোলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া,বীরভূম, পুরুলিয়া, নদীয়া, মুর্শীদাবাদ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আজ সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। সঙ্গে থাকবে দমকা বাতাস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমি থাকবে বলে উল্লেখ করা হয়। তবে আগামী দিন গুলিতে বৃষ্টির পরিমান বাড়বে। ১১ - ১৩ জুন প্রবল বৃষ্টিপাত এর সম্ভবনা আছে। অধিকাংশ জায়গায় গড়ে ৭-১১ সেমি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আবার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সংকেত জা্রি করা হয়েছে।
সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমান হবে ৭-২০ সেমি। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায় এই অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। এই প্রবল ঝড় বৃষ্টির ফলে সমুদ্র উত্তাল থাকবে। জলোচ্ছাসের সম্ভবনা ও আছে। তাই সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবিদের সমুদ্রে যেতে বারণ করেছে প্রশাশন। তবে আগামী ১৪ জুন আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।