পরিযায়ীদের সমস্যা ও স্বাস্থ্য ও খাদ্যের সমস্যা দূর করার আর্জি রাজ্যপালের।
করোনা আবহে বেসামাল দেশ থেকে গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ব্যতিক্রম নয়।এই মুহূর্তে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, কোয়ারেনটাইনে রাখা, খাদ্য,পানীয়,চিকিৎসা পরিষেবা দিতে একাধীক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে তাদের যথাযথ পরিশেবা প্রদানের আর্জি জানালেন রাজ্যপাল জগদীশ ধনকর। সবরকম অতীত ভুলে মানুষের দুর্দশা প্রশমিত করতে সচেষ্ট থাকতে অনুরোধ করেন তিনি। তিনি ট্যুইট করে জানান,--
"এখন পরিযায়ীদের সমস্যা ও স্বাস্থ্য ও খাদ্যের সমস্যাগুলির মোকাবেলায় এগিয়ে যাওয়ার সময়
সকলকে অতীত ভুলে গিয়ে মানুষের দুর্দশা প্রশমিত করতে সচেষ্ট থাকতে অনুরোধ করছি
আসুন আমরা কেবল কোভিড -19 এর বিরুদ্ধে যুদ্ধে মনোনিবেশ করে একটি নতুন সূচনা করি।
এই সুযোগ হারালে সর্বনাশ হয়ে যাবে।"
তবে রাজ্য সরকার রাজ্যপালের এই বার্তাকে কিচোখে দেখবে সেটাই দেখার বিষয়।
No comments:
Post a Comment