Friday, May 8, 2020

ট্রেনে কাটা পড়ে মৃত ১৭ ঘুমন্ত পরিযায়ী শ্রমিক




ট্রেনে কাটা পড়ে মৃত ১৭ ঘুমন্ত পরিযায়ী শ্রমিক



করোনার আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ। রোজগার বন্ধ। লকডাউনের জেরে পেটেও টান পড়েছে। তাই ট্রেন বা অন্যান্য যানবাহন অচলকে উপেক্ষা করে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে ঘরমুখী হয়েছিলেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক।কিন্তু তাদের ঘরে ফেরা আর হল না। তীব্র ক্লান্ত ও অবসন্ন হয়ে তারা রেল লাইন এর ওপর ঘুমিয়ে পড়েন। কিন্তু ওই লাইনের ওপর দিয়ে চলে আসে মালগাড়ি।তারপর ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।

 রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে যায় ট্রেন ৷ মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর দুর্ঘটনাটি ঘটে ৷ ঘুমিয়ে থাকা ১৫জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷
গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন । সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন ৷ এদিন তারা MIDC ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷


No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...