Thursday, April 30, 2020

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়ে দিলো কেন্দ্র সরকার



পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়ে দিলো কেন্দ্র সরকার।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 





 দেশে করোনা সংক্রমণ বাড়তেই মার্চ মাসের ২৪ তারিখ থেকে জারি হয় লকডাউন। আর এই লকডাউন শুরু হতেই স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। অজস্র মানুষ আটকে পড়েন বিভিন্ন রাজ‍্যে। কেউ আটকে পড়েন  শ্রমিকের কাজ করতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে, পড়ুয়ারা আটকে পড়ে ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়ে আবার কেউ কেউ ভিন রাজ‍্যে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েন। তবে এসকল  মানুষদের মধ্যে সবথেকে বেশি অসহায় যদি কেউ বা কারা হয়ে পড়েন তাঁরা হলেন পরিযায়ী শ্রমিকরা। কারণ তাদের প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর রোজগার, খাওয়া-থাকা ইত্যাদি।

আর লকডাউন জারি হতেই তারা সকলেই কাজ হারিয়ে নিরূপায় অবস্থায় একে অন্যের কাছে হাত পেতে কখনো আধপেটা, কখনো আবার না খেয়ে দিন চালাতে থাকেন। আর এবার এই সকল মানুষদের কথা ভেবে ভিন রাজ্যে আটকে পড়া সকলকে বাড়ি ফেরার অনুমতি দিল  কেন্দ্র সরকার।

বুধবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন বড় সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, লকডাউন চললেও পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে আটকে পড়া মানুষেরা, পড়ুয়ারা আন্তঃরাজ্য যাতায়াত করে বাড়ি ফিরতে পারবেন। তবে এই আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে বিশেষ কতগুলি নির্দেশিকা দেওয়া হয়েছে।

১) নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক রাজ্য থেকে কাউকে পাঠানো অথবা ফেরত আনার ক্ষেত্রে দুই রাজ্যের আধিকারিকদের থেকে অনুমতি লাগবে। অর্থাৎ মেনে চলতে হবে প্রটোকল।

২) একসাথে অনেকের যাওয়া আসার ক্ষেত্রে সরকারি অনুমোদন নিয়েই যাতায়াত করা যাবে।


৩) যাওয়া আসার আগে স্থানীয় চিকিৎসকদের কাছে স্বাস্থ্যবিধির ছাড় পেতে হবে।

৪) বাসের মাধ্যমে যাতায়াত করা যেতে পারে ।তবে যাতায়াত করার আগে বাস স্যানিটাইজ করতে হবে ।বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


৫) এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর পর স্থানীয় চিকিৎসকের কাছে যেতে হবে। মেনে চলতে হবে হোম কোয়ারেন্টাইনের বিধি নিষেধ।



৬) প্রত্যেক যাতায়াতকারী ব্যক্তিকে আরোগ্য সেতু অ্যাপ ইন্সটল করে রাখতে হবে যাতে তাদের গতিবিধি নিয়ন্ত্রনে রাখা যায়।


Wednesday, April 29, 2020

সোমবার থেকে চলবে বাস??



সোমবার থেকে চলবে বাস??




হ‍্যা, সোমবার থেকে গ্রীন জোন গুলিতে বাস চালানোর ছাড়পত্র দিল রাজ‍্য সরকার। তবে আপাতত বেসরকারি বাস চলবে বলে জানানো হয়। প্রেস বিবৃতি দিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী জানান, বাসে এক সঙ্গে কুড়ি জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। তবে সরকারি বিধিনিষেধ মেনেই চালাতে হবে বাস। এছাড়া গ্রীন জোন গুলিতে দোকানপাট খোলা সহ আরো কিছু কিছু ক্ষেত্রে ছাড় ঘোষনা করেছেন মুখ‍্যমন্ত্রী। কোন কোন ক্ষেত্রে ছাড় দেখে নেওয়া যাক এক নজরে।

১. মার্কেট কমপ্লেক্স নয় এমন এলাকা তে দোকান খোলা।
২.হকার্স মার্কেট ফুটপাথে থাকা দোকান খুলবে না।
৩.নিয়ম মেনে কারখানা খোলা যাবে।
৪.নিয়ম মেনে চিকৎসকরা চেম্বার খুলতে পারেন।
৫.পাড়ার একক দোকান খোলা যাবে।
৬.ব‌ই, রং, লণ্ড্রী, হার্ড‌ওয়ার, স্টেশনারী, চা,পান, বৈদ‍্যুতিক সামগ্রী, রিচার্জ দোকানে ছাড়।

তবে রাস্তা দোকানে ভিড় করা যাবে না। সামাজীক দুরত্ব বজায় রাখতে হবে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে সিদ্ধান্ত বদল করা হবে।

Tuesday, April 28, 2020

এসি চালাতেও বাধা করোনার



এসি চালাতেও বাধা করোনার


তপ্ত গরম ও ঘাম থেকে বাঁচতে উচ্চবিত্ত মানুষদের এতদিন ভরসা করতে হত এসির উপর।এবার তাতেও বাধ সাধলো ক‍রোনা। কেন্দ্র সরকার থেকে দেওয়া তথ‍্য অনুযায়ী এসির হাওয়ায় ড্রপলেট ছড়ানোর মাধ‌্যমে করোনা সংক্রমন ছড়াতে পারে।

তাই নির্দেশিকা জারি করে এসি চালানোতে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে  কেন্দ্র সরকার। তাতে বলা হয়েছে রাড়িতে এসি ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে হবে। এছাড়া আদ্রতার পরিমাণ ৪০-৭০% রাখা যেতে পারে।

Friday, April 24, 2020

করোনা রোগীকে জীবানুনাশক ইনজেকশান?

করোনা রোগীকে জীবানুনাশক ইনজেকশান?




করোনার করাল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। এই মারন রোগে জর্জরিত আমেরিকা।এর জন্য ট্রাম্প সাহেব চীনকে দায়ী করে বার বার আক্রমণ সানিয়েছেন।আবার চীন ও আমেরিকা কে পাল্টা আক্রমন করতে ছাড়েনি। এবার যেন চাপ নিতে পারছেন না ট্রাম্প সাহেব। ২৩ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব‍্য রাখতে গিয়ে করোনা চিকিৎসা নিয়ে এক উদ্ভট মন্তব‍্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট। 
তিনি বলেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বিঞ্জানীরা আল্ট্রাভায়োলেট লাইট এর ব‍্যবহার বা জীবানুনাশককে ইনজেকশান দিয়ে কিছু ফল পাওয়া যায় কি না সেটার পরীক্ষা করে দেখতে পরামর্শ দেন। এই অসম্ভব রকম পরামর্শে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।এদিকে এই ধরনের বক্ত‍্যবে কেউ যাতে কোনোরকম ভুল পদক্ষেপ গ্রহণ না করে তার জন্য মাঠে নামতে হয় বহুল প্রচলিত ডেটল এবং লাইজলের মত জীবানুনাশক প্রস্তুতকারক কোম্পানীগুলিকে। এই ধরনের কোম্পানীগুলি বিবৃতি দিয়ে জানায়, করোনা চিকিৎসার জন্য কেউ যেন ডেটল বা লাইজল খেয়ে না ফেলে অথবা ইনজেকশান হিসাবে ব্যবহার না করে।

Thursday, April 23, 2020

স্থগিত হল বর্ধিত ডি এ

স্থগিত হল বর্ধিত ডি এ



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 

এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার।


 এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত ও দিয়েছিল সরকার।এবার কোোপ
পড়ল ডি এ এর উপর। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ দপ্তর এক বিঞ্জপ্তি প্রকাশ করে জানায়, সকল কেন্দ্র সরকারী কর্মচারী এবং পেনশনারদের বর্ধিত হারে ডিএ প্রদান এবং রিলিফ প্রদান স্থগিত রাখা হল। এর ফলে কেন্দ্র সরকারী কর্মচারীরা কিছুটা হলেও ব‍্যাকফুটে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাই ২০২১ পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।

রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে করছে শ্লথ, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে করছে শ্লথ, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান


করোনার করাল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। এই মারন রোগে জর্জরিত আমেরিকা।এর জন্য ট্রাম্প সাহেব চীনকে দায়ী করে বার বার আক্রমণ সানিয়েছেন।আবার চীন ও আমেরিকা কে পাল্টা আক্রমন করতে ছাড়েনি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাত মূলক আচরন করছে বলে অভিযোগ করেছে আমেরিকা। এই অবস্থায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস এধানম ঘেব্রেসাস বলেন, রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে শ্লথ করে দিচ্ছে।
গত সোমবার সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য মিডিয়ার সামনে আসেন টেডরস। সেই সময় তিনি এ কথা বলেন। তিনি আর ও বলেন, এই সময় জাতীয় সংহতি বজায় রাখতে হবে এবং সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে এই মারণ রোগের বিরুদ্ধে।

     তিনি বলেন, এই ভাইরাস খুব বিপদজনক।এই সময় দারিদ্রতা এবং যুদ্ধ দুটোকেই জয় করতে হবে।তার জন্য ডান,বাম, মধ‍্য,যুক্তি, তর্ক সব কিছু দূরে সরিয়ে সবাই কে একসঙ্গে লড়ার আহ্বান জানান তিনি।

এদিকে করোনা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ‍্যে রাজনৈতিক চাপান উতোরের শেষ নেই। দলমত নির্বিশেষে এই জাতীয় বির্পজয় মোকা্বিলার কথা বাদ দিয়ে চলছে পাল্টা দোষারোপ। বিজেপি রাজ‍্যের বিরুদ্ধে তথ‍্য গোপন এর অভিযোগ এবং রেশন দুর্নীতির অভিযোগ তুলে ধরে কেন্দ্রের দারস্থ হয়েছে।আবার রাজ‍্যকে টেষ্টিং কিট,পি পি ই,মাস্ক,মেডিসিন এবং রেশন সামগ্রী ইত‍্যাদি কেন্দ‍্র ঠিকমতো সরবরাহ ক‍রছে না বলে অভিযোগ তুলে শরব হয়েছে তৃণমূল। সুযোগ বুঝে বামদল ও খোঁচা মারতে ছাড়ে না। এছাড়া ত্রাণ ও রেশন বিলি নিয়ে কোথাও কোথাও হাঙ্গামা তৈরি হচ্ছে। তার জন্য আবার কোথাও মার খাচ্ছে পুলিশ। সব মিলিয়ে রাজ‍্য জুড়ে রাজনৈতিক বিশৃঙ্খলার শেষ নেই।যে সময় সবাই একসঙ্গে মিলে কাজ করার কথা ছিল, সেই সময় এমন বিশৃঙ্খল প‍রিস্থিতি রাজ‍্যের মানুষকে অনেকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।এই অবস্থায় করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ই দিকে তাকিয়ে আছে গোটা রাজ‍্যবাসী। 

Wednesday, April 22, 2020

দেশ জুড়ে রক্ত সংগ্রের নতুন পদ্ধতি

দেশ জুড়ে রক্ত সংগ্রহের নতুন পদ্ধতি


দেশ জুড়ে চলছে লকডাউন‌। সামাজীক দুরত্ব বজায় রাখতে মানুষ আজ ঘরবন্দী। তাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সব রক্তদান শিবির চলত তাও এখন বন্ধ। তাই দেশ জুড়ে বাড়ছে বক্তের অভাব। সেই সংকট নিরসনে এবার নতুন পথে চলতে পারে রক্তদান শিবির। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক ট‍্যুইটে জানা যায়, ইউনিয়ন হেলথ মিনিষ্টার হর্ষবর্ধন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটিকে যথেষ্ট পরিমানে রক্ত মজুত রাখার কথা বলেন। সেচ্ছায় রক্ত দানের মধ‍্য দিয়ে এই কাজ করতে হবে। তবে সেচ্ছায় রক্ত দাতাদের দায়িত্ব সহকারে রাড়ি থেকে ক‍্যাম্পে নিয়ে যাওয়া এবং তাদের পুনরায় বাড়িতে পৌছে দিয়ে দেওয়ার ব‍্যাবস্থা রেডক্রস সোসাইটিকে করতে হবে বলে জানান হেলথ মিনিষ্টার।

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...