Thursday, April 23, 2020

স্থগিত হল বর্ধিত ডি এ

স্থগিত হল বর্ধিত ডি এ



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 

এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার।


 এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত ও দিয়েছিল সরকার।এবার কোোপ
পড়ল ডি এ এর উপর। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ দপ্তর এক বিঞ্জপ্তি প্রকাশ করে জানায়, সকল কেন্দ্র সরকারী কর্মচারী এবং পেনশনারদের বর্ধিত হারে ডিএ প্রদান এবং রিলিফ প্রদান স্থগিত রাখা হল। এর ফলে কেন্দ্র সরকারী কর্মচারীরা কিছুটা হলেও ব‍্যাকফুটে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাই ২০২১ পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...