Saturday, April 18, 2020

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবু রাস্তাঘাট, হাটে- বাজারে ঠিকমত মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। 
একাধীক জায়গায় লকডাউন কে উপেক্ষা করার জঘন‍্য চিত্র ও দেখা গেছে। লকডাউন সফল করতে কোথাও মার খাচ্ছে পুলিশ আরার কোথাও জঘন‍্য হিংসার শিকার হয়েছেন স্বাস্থ‍্যকর্মী। এভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে। আমেরিকা, ইতালি বা স্পেনের মত মারাত্মক অবস্থা তৈরি হতে পারে। গতকাল ১৭ই এপ্রিল ভারতে করোনা আক্রান্তের সংখ‍্যা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ‍্যান অনুযায়ী -
আক্রান্ত- ১৩৩৮৭
সুস্থ-  ১০০৭
মৃত-   ৪৩৭
আবার ১৮ই এপ্রিল শনিবার পরিসংখ‍্যা হয়-
আক্রান্ত-১৪৩৭৮
সুস্থ-  ১৯৯১
মৃত-  ৪৮০
এই পরিসংখ‍্যা থেকে জানা যায় গত ২৪ ঘন্টার মধ‍্যে আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ৯৯১ জন এবং মৃতের সংখ‍্যা বেড়েছে ৪৩ জন। এই অবস্হায় লকডাউন, সামাজীক দুরত্ব সহ অন্যান্য নিয়ম মেনে না চললে অবস্থা আয়ত্বেয় বাইরে চলে যেতে পারে। এছাড়া বিভিন্ন পরীক্ষা ও গবেষনা জানাচ্ছে এখন থেকে সচেতন হতে না পারলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ‍্যা অনেকটা বেড়ে যেতে পারে। আর আক্রান্তের সংখ‍্যা বাড়লে বাড়বে মৃত‍্যু মিছিল।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...