Wednesday, April 15, 2020

করোনার কেরামতিতে পর্যুদস্ত পাকিস্তান ভারতের কাছে চাইল হাইড্রক্সিক্লোরোকুইন



         সকল দম্ভ, অহংকার এবং লজ্জা বিসর্জন দিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর হিসেবে পরিচিত পাকিস্তান আজ ভারতের শরনাপন্ন। নোভেল করোনাভাইরাস সংক্রমণে পর্যুদস্ত পাকিস্তান ভারতের কাছে চাইল হাইড্রক্সিক্লোরোকুইন । পাকিস্তান জুড়ে দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যে সেদেশে করোনাভাইরাসে সংক্রমণ ৬০০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১০০-র বেশি।তাই মূলত ম্যালেরিয়ায় কার্যকরী ওষুধ দিয়ে কোভিড ১৯ কে ঠেকানোর চেষ্টা করছে গোটা দুনিয়া। তা পাওয়ার ব্যাপারে ভারতের সাহায্য চেয়েছে ইমরান খানের দেশ। সারা বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি তৈরি হওয়া এই ওষুধে করোনাভাইরাসের লক্ষণ মোকাবিলায় কাজ দিচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে আমেরিকা, ব্রাজিল সহ পৃথিবীর একাধিক দেশকে ভারত করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করতে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে। পাকিস্তানই সর্বশেষ দেশ যারা একপ্রকার নিরুপায় হয়ে ভারতের কাছে তা চেয়ে হাত পাতল। এমন ই বলছে ওয়াকিবহাল মহল।বলা হয়, অতিসক্রিয় ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন। ১৯৪০ থেকেই ম্যালেরিয়ার চিকিত্সায় এর ব্যবহার চলছে। রিউমটয়েড আর্থারাইটিস, লিউপাসের ক্ষেত্রেও এটি দেওয়া হয় রোগীকে। নেপাল, ভুটান, বাংলাদেশ-যেহেতু এই প্রতিবেশী সার্কভুক্ত দেশ ওষুধপত্রের ব্যাপারে পুরোপুরি তার ওপর নির্ভরশীল, তাই তাদের হাইড্রক্সিক্লোরোকুইন ও অন্যান্য ওষুধপত্র পাঠানো হবে বলে দিনকয়েক আগে জানিয়েছিল ভারত। এখন পাকিস্তানের আর্জিতে নয়াদিল্লি সায় দেবে কিনা, সেদিকেই নজর গোটা ভারতবাসীর।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...