Wednesday, April 15, 2020


করোনার জেরে বাতিল একাদশ শ্রেণীর পরীক্ষা

দ্বাদশের বাকী পরীক্ষা হবে জুনে


করোনার জেরে ইতি পূর্বে প্রাথমিক স্তরে প্রথম পর্যায়ের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই একই রীতি মেনে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করল রাজ‍্য সরকার। সেই সঙ্গে মুখ‍্যমন্ত্রী উল্লেখ করেন, এ বছর একাদশের কাউকে প‍রীক্ষা দিতে হবে না। তার মানে এই ক্লাসে সবাই পাশ। তারা দ্বাদশ শ্রেণী পড়াশুনার প্রস্তুতী শুরু করে দিতে পারবে। আর দ্বাদশ শ্রেণীর যে তিনটি পরীক্ষা এখনো বাকী আছে সেটা জুন মাসে নেওয়া হবে।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...