লকডাউন সফলে প্রয়োজনে সেনা চাই: রাজ্যপাল
রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাস্তাঘাট, হাটে- বাজারে ঠিকমত মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। এছাড়া প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যাতে কোনোরকম ধর্মীয় সমাবেশ না হয় , তারজন্য প্রয়োজনে আধা সেনাকে কাজে লাগানোর আর্জি জানান রাজ্যের রাজ্যপাল জগদীশ ধনকর। তিনি ট্যুইট করে একথা উল্লেখ করেন। তিনি ট্যুইটে বলেন, করোনা কবলিত এলাকায় লকডাউনের নিয়ম কানুন ১০০% অক্ষরে অক্ষরে মানতে হবে। পুলিশ প্রশাশন এবং মমতার আধীকারিকদের লকডাউন ১০০% সফল করতে এবং ধর্মীয় সমাবেশ বন্ধ করতে তৎপর হতে হবে। এসব কিছু কড়া হাতে নিয়ন্ত্রনের জন্য আধা সেনাদের ব্যবহার করার কথাও উল্লেখ করেন।
No comments:
Post a Comment