সোমবার থেকে চলবে বাস??
হ্যা, সোমবার থেকে গ্রীন জোন গুলিতে বাস চালানোর ছাড়পত্র দিল রাজ্য সরকার। তবে আপাতত বেসরকারি বাস চলবে বলে জানানো হয়। প্রেস বিবৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, বাসে এক সঙ্গে কুড়ি জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। তবে সরকারি বিধিনিষেধ মেনেই চালাতে হবে বাস। এছাড়া গ্রীন জোন গুলিতে দোকানপাট খোলা সহ আরো কিছু কিছু ক্ষেত্রে ছাড় ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। কোন কোন ক্ষেত্রে ছাড় দেখে নেওয়া যাক এক নজরে।
১. মার্কেট কমপ্লেক্স নয় এমন এলাকা তে দোকান খোলা।
২.হকার্স মার্কেট ফুটপাথে থাকা দোকান খুলবে না।
৩.নিয়ম মেনে কারখানা খোলা যাবে।
৪.নিয়ম মেনে চিকৎসকরা চেম্বার খুলতে পারেন।
৫.পাড়ার একক দোকান খোলা যাবে।
৬.বই, রং, লণ্ড্রী, হার্ডওয়ার, স্টেশনারী, চা,পান, বৈদ্যুতিক সামগ্রী, রিচার্জ দোকানে ছাড়।
তবে রাস্তা দোকানে ভিড় করা যাবে না। সামাজীক দুরত্ব বজায় রাখতে হবে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে সিদ্ধান্ত বদল করা হবে।
No comments:
Post a Comment