Friday, April 17, 2020

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করতে রেপোরেট ২৫ পয়েন্ট কমিয়ে ৩.৭৫% করা হয়। সেই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍্য NABARD, Small Industries Development Bank of India এবং National Housing Bank কে পঞ্চাশ হাজার কোটি টাকার বিশেষ প‍্যাকেজ দেওয়ার কথা ঘোষনা করেন  রিজার্ভ ব্যাংক এর গভর্নর শক্তিকান্ত দাস।


No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...