Tuesday, April 21, 2020

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 


ঘর বন্দী দরিদ্র মানুষের অসহায় অবস্থা। বাড়ছে খাদ‍্যের হাহাকার। 

সেই অবস্থা মোকাবিলার জন‍্য প্রধানমন্ত্রী গরিব কল‍্যান অন্ন যোজনা য় গরীবদের বিনা মূল্যে রেশনে ৫ কিলো চাল দেওয়ার কথা ঘোষনা করে কেন্দ্র। এবার সেই সঙ্গে পরিরার পিছু। এক কিলো করে ডাল দেওয়া হবে বলে ট‍্যুইট করে জানান পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল জগদীশ ধনকর। তিন মাস ধরে বিনামূল‍্যে এই প্রকল্প চালু থাকবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...