Monday, April 20, 2020

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫


দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 


আই সি এম আর এর দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ১৯ এপ্রিল রবিবার রাত ন'টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ১১৩৫ জন। সেই সঙ্গে এ অবধি মোট ৩,৮৩,৯৮৫ জন সন্দেহ জনক ব‍্যাক্তির কাছ থেকে ৪,০১,৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৭৬১৫ জন ব‍্যক্তি ক‍রোনা পজিটিভ ধরা পড়ে। এপর্যন্ত মৃত‍্যু হয়েছে ৫৪৩ জনের। সুস্থ হয়ে উঠেছে 

 ২৫৪৭ জন।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...