Sunday, April 19, 2020

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত পাওয়া গেল। অর্থদপ্তর আসা এক বিবৃতি থেকে জানা যায়, রেভিনিউ দপ্তরের কর্মচারী দের প্রতি মাসের এক দিনের বেতন প্রধানমন্ত্রী ফান্ডে দেওয়ার কথা বলা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্থিক সহায়তা প্রদান করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করা হয়। যদি কোনো কর্মী এই প্রস্তাবে রাজী না থাকে তাহলে তা লিখিত ভাবে অর্থ দপ্তরে আগামী ২০ এপ্রিল সোমবারের মধ‍্যে অর্থ দপ্তরে জানাতে হবে।
এথেকে বোঝা যায় বর্ধিত ডিএ এর ঘোষনা যেটা কেন্দ্র করেছিল সেটা নাও মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...