Friday, April 17, 2020

অনলাইনে হতে পারে কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের ক্লাস

অনলাইনে হতে পারে কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের ক্লাস

    
রাজ‍্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অবস্থায় কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের সেমিষ্টার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এনিয়ে এখনো কোনো স্বচ্ছ বার্তা পাওয়া যায়নি।
এই দিকে UGC (ইউজিসি) তরফে এক নোটিশ জারি করা হয়েছে সেখানে অনলাইনে কিভাবে পরুয়াদের কে সাহায্য করা যায় সেই নিয়ে পরামর্শ দেওয়ার জন্য জানানো হয়েছে।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...