Wednesday, April 22, 2020

দেশ জুড়ে রক্ত সংগ্রের নতুন পদ্ধতি

দেশ জুড়ে রক্ত সংগ্রহের নতুন পদ্ধতি


দেশ জুড়ে চলছে লকডাউন‌। সামাজীক দুরত্ব বজায় রাখতে মানুষ আজ ঘরবন্দী। তাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সব রক্তদান শিবির চলত তাও এখন বন্ধ। তাই দেশ জুড়ে বাড়ছে বক্তের অভাব। সেই সংকট নিরসনে এবার নতুন পথে চলতে পারে রক্তদান শিবির। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক ট‍্যুইটে জানা যায়, ইউনিয়ন হেলথ মিনিষ্টার হর্ষবর্ধন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটিকে যথেষ্ট পরিমানে রক্ত মজুত রাখার কথা বলেন। সেচ্ছায় রক্ত দানের মধ‍্য দিয়ে এই কাজ করতে হবে। তবে সেচ্ছায় রক্ত দাতাদের দায়িত্ব সহকারে রাড়ি থেকে ক‍্যাম্পে নিয়ে যাওয়া এবং তাদের পুনরায় বাড়িতে পৌছে দিয়ে দেওয়ার ব‍্যাবস্থা রেডক্রস সোসাইটিকে করতে হবে বলে জানান হেলথ মিনিষ্টার।

No comments:

Post a Comment

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...