Wednesday, April 22, 2020

দেশ জুড়ে রক্ত সংগ্রের নতুন পদ্ধতি

দেশ জুড়ে রক্ত সংগ্রহের নতুন পদ্ধতি


দেশ জুড়ে চলছে লকডাউন‌। সামাজীক দুরত্ব বজায় রাখতে মানুষ আজ ঘরবন্দী। তাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সব রক্তদান শিবির চলত তাও এখন বন্ধ। তাই দেশ জুড়ে বাড়ছে বক্তের অভাব। সেই সংকট নিরসনে এবার নতুন পথে চলতে পারে রক্তদান শিবির। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক ট‍্যুইটে জানা যায়, ইউনিয়ন হেলথ মিনিষ্টার হর্ষবর্ধন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটিকে যথেষ্ট পরিমানে রক্ত মজুত রাখার কথা বলেন। সেচ্ছায় রক্ত দানের মধ‍্য দিয়ে এই কাজ করতে হবে। তবে সেচ্ছায় রক্ত দাতাদের দায়িত্ব সহকারে রাড়ি থেকে ক‍্যাম্পে নিয়ে যাওয়া এবং তাদের পুনরায় বাড়িতে পৌছে দিয়ে দেওয়ার ব‍্যাবস্থা রেডক্রস সোসাইটিকে করতে হবে বলে জানান হেলথ মিনিষ্টার।

Tuesday, April 21, 2020

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 


ঘর বন্দী দরিদ্র মানুষের অসহায় অবস্থা। বাড়ছে খাদ‍্যের হাহাকার। 

সেই অবস্থা মোকাবিলার জন‍্য প্রধানমন্ত্রী গরিব কল‍্যান অন্ন যোজনা য় গরীবদের বিনা মূল্যে রেশনে ৫ কিলো চাল দেওয়ার কথা ঘোষনা করে কেন্দ্র। এবার সেই সঙ্গে পরিরার পিছু। এক কিলো করে ডাল দেওয়া হবে বলে ট‍্যুইট করে জানান পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল জগদীশ ধনকর। তিন মাস ধরে বিনামূল‍্যে এই প্রকল্প চালু থাকবে বলে জানান তিনি।

Monday, April 20, 2020

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫


দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 


আই সি এম আর এর দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ১৯ এপ্রিল রবিবার রাত ন'টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ১১৩৫ জন। সেই সঙ্গে এ অবধি মোট ৩,৮৩,৯৮৫ জন সন্দেহ জনক ব‍্যাক্তির কাছ থেকে ৪,০১,৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৭৬১৫ জন ব‍্যক্তি ক‍রোনা পজিটিভ ধরা পড়ে। এপর্যন্ত মৃত‍্যু হয়েছে ৫৪৩ জনের। সুস্থ হয়ে উঠেছে 

 ২৫৪৭ জন।

Sunday, April 19, 2020

স‍রকার বিনামূল‍্যে খাবার ও টাকা দিক: পি চিদম্বরম

স‍রকার বিনামূল‍্যে খাবার ও টাকা দিক:       পি চিদম্বরম


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 


ঘর বন্দী দরিদ্র মানুষের অসহায় অবস্থা। বাড়ছে খাদ‍্যের হাহাকার। এই সময় সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বলিষ্ট কংগ্রেস নেতা পি চিদম্বরম। পিটিআই সূত্রে জানা যায়, চিদম্বরম অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে এই হৃদয়হীন সরকার কিছু করছে না। দরিদ্র রোজ আনা রোজ খাওয়া মানুষেরা কর্মহীন।তাদের কাছে যে সামান‍্য অর্থ ছিল তা ও শেষ। রান্না করা খাবার পাওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভিন রাজ‍্যে কাজ করতে যাওয়া মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছে। যাদের খাদ‍্যের প্রয়োজন আছে তাদের কেন এফসিআই এর মাধ‍্যমে বিনা মূল্যে খাদ‍্যশশ‍্য দেওয়া হচ্ছে না? তিনি আরো বলেন, দেশে ৭৭ মিলিয়ন টন খাদ‍্য মজুত আছে। তবু কেন তা দেওয়া হচ্ছে না? এছাড়া এই সব মানুষের খাতায় সরাসরি টাকা দিতে হবে সরকারকে। এছাড়া পরিযায়ী কর্মীরা বিভিন্ন রাজ‍্যে আটকে আছে। কেউ কেউ অনাহারে দিন কাটাচ্ছে। অপেক্ষা করে আছে বাড়ি ফেরার জন‍্য। ফলে তারা কোথাও কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। তাদের সাহায‍্যের জন‍্য সরকার যাতে যথাযথ ব্যবস্থা নেয়, তার দাবি করেন পি চিদম্বরম।

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত পাওয়া গেল। অর্থদপ্তর আসা এক বিবৃতি থেকে জানা যায়, রেভিনিউ দপ্তরের কর্মচারী দের প্রতি মাসের এক দিনের বেতন প্রধানমন্ত্রী ফান্ডে দেওয়ার কথা বলা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্থিক সহায়তা প্রদান করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করা হয়। যদি কোনো কর্মী এই প্রস্তাবে রাজী না থাকে তাহলে তা লিখিত ভাবে অর্থ দপ্তরে আগামী ২০ এপ্রিল সোমবারের মধ‍্যে অর্থ দপ্তরে জানাতে হবে।
এথেকে বোঝা যায় বর্ধিত ডিএ এর ঘোষনা যেটা কেন্দ্র করেছিল সেটা নাও মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Saturday, April 18, 2020

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবু রাস্তাঘাট, হাটে- বাজারে ঠিকমত মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। 
একাধীক জায়গায় লকডাউন কে উপেক্ষা করার জঘন‍্য চিত্র ও দেখা গেছে। লকডাউন সফল করতে কোথাও মার খাচ্ছে পুলিশ আরার কোথাও জঘন‍্য হিংসার শিকার হয়েছেন স্বাস্থ‍্যকর্মী। এভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে। আমেরিকা, ইতালি বা স্পেনের মত মারাত্মক অবস্থা তৈরি হতে পারে। গতকাল ১৭ই এপ্রিল ভারতে করোনা আক্রান্তের সংখ‍্যা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ‍্যান অনুযায়ী -
আক্রান্ত- ১৩৩৮৭
সুস্থ-  ১০০৭
মৃত-   ৪৩৭
আবার ১৮ই এপ্রিল শনিবার পরিসংখ‍্যা হয়-
আক্রান্ত-১৪৩৭৮
সুস্থ-  ১৯৯১
মৃত-  ৪৮০
এই পরিসংখ‍্যা থেকে জানা যায় গত ২৪ ঘন্টার মধ‍্যে আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ৯৯১ জন এবং মৃতের সংখ‍্যা বেড়েছে ৪৩ জন। এই অবস্হায় লকডাউন, সামাজীক দুরত্ব সহ অন্যান্য নিয়ম মেনে না চললে অবস্থা আয়ত্বেয় বাইরে চলে যেতে পারে। এছাড়া বিভিন্ন পরীক্ষা ও গবেষনা জানাচ্ছে এখন থেকে সচেতন হতে না পারলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ‍্যা অনেকটা বেড়ে যেতে পারে। আর আক্রান্তের সংখ‍্যা বাড়লে বাড়বে মৃত‍্যু মিছিল।

Friday, April 17, 2020

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করতে রেপোরেট ২৫ পয়েন্ট কমিয়ে ৩.৭৫% করা হয়। সেই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍্য NABARD, Small Industries Development Bank of India এবং National Housing Bank কে পঞ্চাশ হাজার কোটি টাকার বিশেষ প‍্যাকেজ দেওয়ার কথা ঘোষনা করেন  রিজার্ভ ব্যাংক এর গভর্নর শক্তিকান্ত দাস।


আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...