Thursday, December 31, 2020

৩১ জানুয়ারী প্রাইমারী টেট।

 ৩১ জানুয়ারী প্রাইমারী টেট।



নতুন বছর ২০২১ এর ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে প্রাইমারী টেট পরীক্ষা। ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর।  এই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারী বেলা ১ টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হবে এক‌ই দিনে সমগ্র রাজ্য জুড়ে।

Thursday, December 24, 2020

আপাতত স্কুল খুলছে না: শিক্ষামন্ত্রী

 আপাতত স্কুল খুলছে না: শিক্ষামন্ত্রী



করোনা মহামারি আবহে কেটে গেল প্রায় এক বছর। প্রায় নয় মাস ধরে বন্ধ স্কুল কলেজ। আর কয়েক দিন পর শেষ হয়ে যাবে ২০২০ সাল। শুরু হবে নতুন বছর। তবে নতুন বছরের শুরুতেও যে স্কুল খুলছে না তা স্পষ্ট করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আপাতত রাজ্য স্কুল খুলছে না। আজ, বুধবারে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন " আপাতত স্কুল খোলার সম্ভাবনা নেই। যারা স্কুল খুলে ছিল তারাই ফের  স্কুল বন্ধ করে দিয়েছে।" শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা থেকে স্পষ্ট নতুন বছরের শুরুতেও রাজ্যে স্কুল খোলার কোনো সম্ভবনা নেই। অবশ্য আগামী বছরের কবে থেকে শুরু হবে বিদ্যালয়ের পঠন পাঠন সে বিষয়েও কিছু স্পষ্ট করে বলেননি।

Wednesday, December 23, 2020

করোনার নতুন প্রজাতি, উদ্বিগ্ন ভারত

 করোনার নতুন প্রজাতি, উদ্বিগ্ন ভারত



করোনার নতুন প্রজাতি, উদ্বিগ্ন ভারত সহ অন্যান্য দেশ। স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটেনে এক নতুন প্রজাতির করোনার হদিশ পাওয়া গেছে যার ভয়াবহতা মারাত্মক।এই ধরনের করোনার সংক্রমন ক্ষমতা ব্যাপক। এর জন্য ব্রিটেনে এক সপ্তাহ এর মধ্যে সংক্রমনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। তাছাড়া সবচেয়ে আতঙ্কের কথা হল করোনার ভ্যাকসিন যখন প্রায় দোরগড়ায় এসে গিয়েছিল ঠিক তখন‌ই এই নতুন প্রজাতির করোনা সব তালগোল পাকিয়ে দিল। এই নতুন প্রজাতির ভাইরাহকে কোনোভাবে আয়ত্বের মধ্যে আনতে পারছে না বিজ্ঞানীরা। ব্রিটেনে যে প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে সেই ভ্যাকসিন এই ধরনের করোনা দমনে কাজ নাও করতে পারে বলে জানিয়েছেন তারা। তাই হয়তো সব হিসেব নিকেশ বন্ধ করে আবারো হয়তো বিজ্ঞানীদের নতুন করে ভ্যাকসিনের জন্য আবার কাজ শুরু করতে হতে পারে।তাই সব মিলিয়ে আবার‌ও একবার চরম অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে গোটা বিশ্ব। চীনের উহান থেকে সুপার সনিক গতিতে ছড়িয়ে পড়েছিল করোনা গোটা বিশ্ব জুড়ে। ঠিক এক‌ই ভাবে এই নতুন প্রজাতির করোনাও ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে।তাই আগে থেকেই সতর্ক হতে শুরু করেছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই ধরনের ভাইরাস যাতে না ছড়াতে পারে তার জন্য ফ্রান্স,জার্মানী,ইতালির মতো দেশগুলি ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল বন্ধ রেখেছে।ভারত‌ও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সঙ্গে উড়ান চলাচল বন্ধ করার কথা জনিয়েছে। এমনকি বন্দর এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে।

Tuesday, December 22, 2020

১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২৩ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী

 ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২৩ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী



১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা প‍র্ষদ। এমনটাই জানালেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান এ কথা।

তিনি বলেন,ইন্টারভিউ হবে১০-১৭ জানুয়ারী পর্যন্ত। তারপর যত দ্রুত সম্ভব নিয়োগ প্যানেল তৈরি হয়ে যাবে। এছাড়া তৃতীয় টেট পরীক্ষা ৩১ জানুয়ারী হবে বলে জানান তিনি।

Monday, December 21, 2020

শিক্ষকদের দাবি মানা হবে ২০২১ ভোটের পর:পার্থ

 শিক্ষকদের দাবি মানা হবে ২০২১ ভোটের পর:পার্থ



২০২১ এর ভোটের পর শিক্ষকদের দাবি দাওয়া মানা হবে। এমন‌ই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তবে তার এই আশ্বাসকে মানতে নারাজ শিক্ষক মহল।


এই ঘোষণা শুনে গ্র‍্যাজুয়েট শিক্ষকেরা তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সংগঠনের রাজ্য সম্পাদক সুরেন ভট্টাচার্য বলেন,” শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার দেখা করে আমরা আমাদের ন্যায্য দাবীপত্র পেশ করেছি। প্রতি বারই উনি আশ্বাস দিয়েছেন। ওনার আশ্বাসে বিশ্বাস রেখেছি।কিন্তু হাইকোর্ট এর রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও উনি যেভাবে বিষয়টিকে “বিবেচনা করা হবে” বলে বলেছেন এবং জের টেনেছেন ২০২১ এর বিধানসভা ভোটের পর।


শিক্ষকদের দাবি বিবেচনা করা হবে ‘২১ নির্বাচনের পর! শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর শিক্ষকগন জানিয়েছেন, ধর্না বিক্ষোভ অবস্থান এরপরে অনশণে পরিনত হবে, এবং তার দায় সম্পুর্নভাবে রাজ্য সরকারের।” 

Sunday, December 20, 2020

তৃণমূলের ভাঙনে কি হাওয়া পাবে সিপিএম??

 তৃণমূলের ভাঙনে কি হাওয়া পাবে সিপিএম??



তৃণমূল কংগ্রেস এর দলে ভাঙন ধরছে।দলের একাধীক নেতাকর্মী যোগ দিচ্ছে বিজেপিতে।এখন প্রশ্ন হলো সাধারণ সমর্থকরা কি ভাবছেন। যে সব সাধারণ মানুষ দল মত নির্বিশেষে শুধু মাত্র নেতাকে পছন্দ করে তৃণমূলকে ভোট দিত অথবা এলাকার উন্নয়নের সার্থে সিপিএম থেকে তৃণমূলে গা ভাসিয়েছিলেন তারা কি এখন সেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাকে ভোট দেবেন? বিজেপির হাত শক্ত করবেন নাকি অন্য কিছু? রাজনৈতিক বিশেষজ্ঞ দের মতে নেতার প্রতি আসক্ত হয়ে অথবা এলাকার উন্নয়নের সার্থে যারা এত দিন তৃণমূল করতেন তাদের অধিকাংশ মানুষ বিজেপিতে যাবেন না।বরং তারা আবার সিপিএমে ফিরে যাবে। এখানে বলে রাখা ভালো , ২০১০ এর বিধান সভা ভোটের পর, লাল সন্ত্রাস উপদ্রুত এলাকার বহু সিপিএম নেতাকর্মী নিজেদের গা বাঁচানোর জন্য তৃণমূলে নাম লিখিয়েছিল।তারাও এবার সিপিএমে ফিরে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে আগামী বিধান সভা ভোটে বেশ কিছুটা অক্সিজেন পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Friday, December 18, 2020

শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ।

 শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ।



শুভেন্দুর ইস্তফাপত্র খারিজ করল বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। গত ১৬ই ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে মুক্তি পাওয়ার জন্য ইস্তফাপত্র জমা করেন বিধান সভায়। আজ ১৮ই ডিসেম্বর বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান, শুভেন্দুর ইস্তফাপত্র ক্রুটিপূর্ন। তাই তা খারিজ করা হয়েছে। 

তৃণমূলে ভাঙন অব্যাহত

 তৃণমূলে ভাঙন অব্যাহত



এক সময় দল ভাঙানোর খেলায় মেতে ছিল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা ভোটের পর থেকে বিরোধী দলের বহু বিধায়ক এবং নেতাদের ভাঙিয়ে দলে এনে ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু২ ২০২১ বিধান সভা ভোটের আগে সেই খেলা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক নেতা মন্ত্রী ভেঙে গিয়ে ভিড় বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবিরে। ফলে তৃণমূল সুপ্রিমোদের কপালে এখন চিন্তার ভা‍ঁজ।

একদা তৃণমূলের দুই স্তম্ভ মুকুল রায় এবং অর্জুন সিং দল ছেড়েছিল।তার খেসারত তৃণমূলকে দিতে হয়েছে গত লোকসভা ভোটে। তারপর সম্প্রতী দল ছাড়ল হেবিওয়েট নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তা্র পরের দিন দল ছাড়ে আসানসোলের হেবিওয়েট নেতা তথা বিধায়ক রাজেশ তিওয়ারী। আবার শুক্রবার তৃণমূল সুপ্রিমোকে চিঠি লিখে দল ছাড়ার কথা প্রকাশ করে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তারপর কালনার বিধায়ক 

বিশ্বজিৎ কুন্ডুর। তিনিও দল থেকে বেরিয়ে আসার কথা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন।এরপর আর কোন কোন নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে ভিড় বাড়াবে তার‌ই দিকে তাকিয়ে আছে সাধারন মানুষ।তবে রাজনৈতিক বিষেষজ্ঞদের মতে তৃণমূলের আরো কিছু নেতা দল ছাড়তে পারেন।


Thursday, December 17, 2020

শুভেন্দুকে নিয়ে রাজ্যপাল ও মমতার রাজনৈতিক তর্জা তুঙ্গে

 শুভেন্দুকে নিয়ে রাজ্যপাল ও মমতার রাজনৈতিক তর্জা তুঙ্গে।



ইতি মধ্যে বাংলার রাজনীতির একমাত্র কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে শুভেন্দু অধীকারি। আর তাকে নিয়ে আবার‌ও একবার দ্বন্দ্ব শুরু হলো মমতা ও রাজ্যপালের মধ্যে। দল ছাড়ার পর শুভেন্দু রাজ্যপালের কাছে অভিযোগ করেন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তার এবং তার অনুগামীদের ওপর মিথ্যা মামলা দায়ের করেছে।রাজনৈতিক উদ্দেশ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। প্রশাশনীক প্রধান হিসেবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করেন শুভেন্দু।আর তার পর‌ই মাঠে নামে রাজ্যপাল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েশুভেন্দুর

     অভিযোগের কথা জানান। সঙ্গে তিনি জানান, পুলিশের এমন কাজ আগনতান্ত্রীক এব‌ং অসাংবিধানীক। এর ব্যাপারে মমতাকে পদক্ষেপ নিতে বলেন তিনি।আর এর প‍রেই রাজ্যপালকে তৃণমূলের কোপের মুখে পড়তে হয়। তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন রাজ্যপাল বিজেপির রাজ্য মুখপাত্র হিসেবে কাজ করছেন। 



তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী।

 তৃণমূল ছাড়লেন শুভেন্দু অধিকারী।




মন্ত্রীত্ব পদ থেকে পদত্যাগ।বিধায়ক পদ থেকে পদত্যাগ।অবশেষে তৃণমূল কংগ্রেস দল এব‌ং দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। আজ দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে এমনি বার্তা জানিয়ে দেন তিনি। এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোবে তার‌ই দিকে তাকিয়ে বা‌ংলার মানুষ।

Wednesday, December 16, 2020

কোনো পরীক্ষা ছাড়াই প্রি-থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা উত্তীর্ণ।

 কোনো পরীক্ষা ছাড়াই প্রি-থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা উত্তীর্ণ।



করোনার জন্য চলতি বছরের মার্চ মাস থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এখনো পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ন স্বাভাবিক নয়।এদিকে শেষ হতে চলেছে ২০২০ শিক্ষাবর্ষ। আর তার‌ই প্রাক্কালে রাজ্য সরকারের নির্দেশ মতো কোনোরকম পরীক্ষা ছাড়া‌ই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। এমন‌ই এক বিঞ্জপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর।



ধারাবাহিক, শুভেন্দু অধিকারী পর্ব - ২ "রাজনীতির রণাঙ্গনে শুভেন্দু"

 রাজনীতির রণাঙ্গনে শুভেন্দু



কলেজ রাজনীতি থেকে হাত পাকাতে শুরু করেন

শুভেন্দু অধিকারী। অকুতোভয় শুভেন্দুর অসাধারণ বাগ্মীতা এবং সদা চঞ্চল চরিত্র তৎকালীন তৃণমূলীদের মন জয় করেছিল।ফলে ধীরে ধীরে তার পদ মর্যাদা বৃদ্ধি পায়।ছাত্রনেতা থেকে দায়িত্ব পান যুব তৃণমূল নেতার। তার পর থেকে বাম বিরোধী আন্দোলোন গড়ে তোলার জন্য জেলা ব‍্যাপি যুব তৃণমূলীদের সংগঠিত করতে শুরু করেন। আর তাতে তিনি একশো শতাংশ সফল হন। 

শুভেন্দুর এই ধরনের পথ চলা সবার দৃষ্টি আকর্ষণ করে। 2006 সালে অধিকারী কাঁথি দক্ষিণ আসন থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি একই বছরে কাঁথি পৌর কর্পোরেশনের চেয়ারম্যানও হন।

2007 সালে অধিকারী নন্দীগ্রামে ভূমি-অধিগ্রহণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ভূমি উছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য গ্রামে 10,000 একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করেছিল। এই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি রাজনীতির কেন্দ্রবিন্দুতে ধারণ করেছিল। রাজ্য সিআইডি অভিযোগ করেছে যে অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করতে মাওবাদীদের অস্ত্র সরবরাহ করেছিল। নন্দীগ্রামে অধিকারীর সাফল্যের পরে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জঙ্গলমহল অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দল পর্যবেক্ষক (ইনচার্জ) করেন। তিনি এই জেলাগুলিতে দলের ভিত্তি প্রসারিত করতে সফল হয়েছিল। ২০০৯ সালে তিনি তমলুক আসন থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর লক্ষ্মণ শেঠকে প্রায় ১৭৩,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, অধিকারী বামফ্রন্টের আবদুল কাদির শেখের বিরুদ্ধে প্রার্থী ছিলেন - নন্দীগ্রাম আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস জোট। নির্বাচিত হওয়ার পরে তিনি তমলুক আসন থেকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। 27 মে 2016-তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রনালয়ে পরিবহণ মন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন। এরপর কেটে যায় প্রায় দীর্ঘ সাড়ে চার বছর। তার মধ্যে উত্থান হয় মমতার ভাইপো অভিষেক ব্যানার্জীর। তিনি দলের সর্বেসর্বা হয়ে উঠতে থাকেন।এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ও তাকে গুরুত্ব দিয়ে উঁচু পদে নিয়োগ করেন। শুভেন্দুর হাত থেকে বেশ কিছু দায়িত্ব কেড়ে নিয়ে ভাইপোর হাতে তুলে দেন। এরপর শুরু হয় শুভেন্দু ও মমতা বন্দ্যোপাধ্যায় এর দ্বৈরথ। প্রকাশ্যে মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে শুভেন্দু অধিকারী। তিনি হুগলি নদী সেতু কমিশনের (এইচআরবিসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন, ২২ নভেম্বর ২০২০ সালে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা । তিনি ২২ নভেম্বর ২০২০ সালে পশ্চিমবঙ্গ পরিবহণ মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেন। তিনি 2020 সালের 16 ডিসেম্বর বিধায়ক হিসাবে পদত্যাগ করেছেন। তবে জন সংযোগ সমানে জারি রেখেছেন।

(চলবে)

Sunday, November 22, 2020

ধারাবাহিক, শুভেন্দু অধিকারী পর্ব - ১ "শৈশবে শুভেন্দু"

 শৈশবে শুভেন্দু


বর্তমান রাজনীতিতে বহুল সমালোচিত এব‌ং চর্চিত চরিত্র হলেন শুভেন্দু অধিকারী। কিন্তু কে এই শুভেন্দু? কিভাবে তার উত্থান, কিভাবে তিনি অনেক তাবড় তাবড় রাজনৈতিক দলের অধিনায়ক কে পিছনে ফেলে নীজে হয়ে উঠলেন যুব সমাজের আইকন, তা হয়তো বা অনেকের‌ই অজানা। এই ধারাবাহিকে তার কার্যকলাপ নিয়ে পরিবেশিত হবে বিশেষ প্রতিবেদন। আজকের পর্ব - "শৈশবে শুভেন্দু"।

শুভেন্দু জম্নগ্রহণ করেন পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার করকুলি এলাকায় ১৯৭০ খ্রীঃ এর ১৫ই ডিসেম্বর। বাবার নাম শিশীর অধিকারী এবং মা হলেন গায়ত্রী অধিকারী। যথেষ্ট প্রভাবশালী ধনী পরিবারে জম্ন হলেও বাড়িতে থেকেই তার গতানুগতিক শিক্ষার শুরু হয়। বিদ্যালয়ের পাঠ শেষ করার পর ভরতি হন কাঁথি প্রভাত কুমার কলেজে। সেখান থেকেই তিনি বিএ পাশ করেন। কিন্তু কলেজ থেকেই শুরু হয় রাজনীতির হাতেখড়ি। তৎকালীন সময়ে শুভেন্দুর বাবা ডানপন্থী দলের তাবড় রাজনৈতিক নেতা ছিলেন। সেই সুবিধাকে কাজে লাগিয়ে তিনি দাপিয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে একজন দক্ষ সংগঠক এবং ছাত্রনেতা হিসেবে জনপ্রিয় হয়ে পড়েন। তারপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। ছাত্রনেতা হিসাবে গোটা জেলার বিভিন্ন কলেজের ছাত্র সংগঠন এর দায়িত্ব দেওয়া হয় তাকে। তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন।তদানিন্তন বাম ছাত্র সংগঠন এর বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করেন।তার ফলে এস এফ আইয়ের পায়ের তলা থেকে মাটি সরতে থাকে। খুব কম বয়স থেকেই শুভেন্দুর এমন সাফল‍্য অনেকের নজর কেড়েছিল।এসবের মধ‍্যেও তিনি রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ‍্যালয় থেকে এম এ পাশ করেন। কিন্তু চাকরি করার কথা কখনো ভাবেননি। রাজনীতির নেশায় নিজেকে উংসর্গ করেন আজকের এই শুভেন্দু অধিকারী।


(চলবে)

পরের প্রতিবেদন টি পড়ার জন্য অবশ্যই Email Subscribe করিয়ে রাখুন।

Wednesday, May 13, 2020

রাজ‍্যে পরিবর্তনের প্রতিষ্ঠা দিবসে কি বললেন মমতা




রাজ‍্যে পরিবর্তনের প্রতিষ্ঠা দিবসে কি বললেন মমতা





"আজ ঐতিহাসিক ১৩ই মে। ২০১১ সালে এই দিনে দীর্ঘ ৩৪ বছরের সরকারের অবসান ঘটিয়ে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেন। গত নয় বছর ধরে আমরা বাংলার মা, মাটি, মানুষের উন্নয়নে ব্রতী ছিলাম, এবং আগামীদিনেও রাজ্যের অগ্রগতির জন্য সবরকম পদক্ষেপ নেব - এটাই আমাদের অঙ্গীকার।"



Tuesday, May 12, 2020

পরিযায়ীদের সমস্যা ও স্বাস্থ্য ও খাদ্যের সমস্যা দূর করার আর্জি রাজ‍্যপালের।




পরিযায়ীদের সমস্যা ও স্বাস্থ্য ও খাদ্যের সমস্যা দূর করার আর্জি রাজ‍্যপালের।





করোনা আবহে বেসামাল দেশ থেকে গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গ রাজ‍্য ও তার ব‍্যতিক্রম নয়।এই মুহূর্তে বিভিন্ন রাজ‍্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছে। তাদের স্বাস্থ‍্য পরীক্ষা করা, কোয়ারেনটাইনে রাখা, খাদ‍্য,পানীয়,চিকিৎসা পরিষেবা দিতে একাধীক ব‍্যবস্থা নিয়েছে রাজ‍্য সরকার। এই পরিস্থিতিতে তাদের যথাযথ পরিশেবা প্রদানের আর্জি জানালেন রাজ‍্যপাল জগদীশ ধনকর। সবরকম অতীত ভুলে মানুষের দুর্দশা প্রশমিত করতে সচেষ্ট থাকতে অনুরোধ করেন তিনি। তিনি ট‍্যুইট করে জানান,--

"এখন পরিযায়ীদের সমস্যা ও স্বাস্থ্য ও খাদ্যের সমস্যাগুলির মোকাবেলায় এগিয়ে যাওয়ার সময়
সকলকে অতীত ভুলে গিয়ে মানুষের দুর্দশা প্রশমিত করতে সচেষ্ট থাকতে অনুরোধ করছি
আসুন আমরা কেবল কোভিড -19 এর বিরুদ্ধে যুদ্ধে মনোনিবেশ করে একটি নতুন সূচনা করি।
এই সুযোগ হারালে সর্বনাশ হয়ে যাবে।"


তবে রাজ‍্য সরকার রাজ‍্যপালের এই বার্তাকে কিচোখে দেখবে সেটাই দেখার বিষয়।


Monday, May 11, 2020

১২ ই মে থেকে চলবে ১৫ জোড়া বিশেষ ট্রেন





১২ ই মে থেকে চলবে ১৫ জোড়া বিশেষ ট্রেন






2020 সালের 12 ই মে থেকে প্রাথমিকভাবে 15 জোড়া ট্রেন (30 রিটার্ন ট্রাভেল) দিয়ে যাত্রী ট্রেনের ক্রম পুনরায় চালু করার পরিকল্পনা করছে ভারতীয় রেলপথ। এই ট্রেনগুলি দিল্লিগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই মধ্য, আহমেদাবাদ এবং জম্মু তবির সংযোগকারী নয়াদিল্লি স্টেশন থেকে বিশেষ ট্রেন হিসাবে চালানো হবে।

এরপরে, ভারতীয় রেলপথ COVID-19 কেয়ার সেন্টারগুলিতে 20,000 কোচ সংরক্ষণ করার পরে এবং "শ্রমিক স্পেশাল" হিসাবে প্রতিদিন 300 টি ট্রেন চলাচল করতে সক্ষম পর্যাপ্ত সংখ্যক কোচ সংরক্ষণের পরে উপলব্ধ নতুন কোচগুলির ভিত্তিতে নতুন রুটে আরও বিশেষ পরিষেবা শুরু করবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।

এই ট্রেনগুলিতে সংরক্ষণের জন্য বুকিং 11 ই মে বেলা 4 টা থেকে শুরু হবে এবং কেবল আইআরসিটিসি ওয়েবসাইটে (https://www.irctc.co.in/) পাওয়া যাবে। রেল স্টেশনগুলিতে টিকিট বুকিং কাউন্টারগুলি বন্ধ থাকবে এবং কোনও কাউন্টার টিকিট (প্ল্যাটফর্মের টিকিট সহ) জারি করা হবে না। কেবল বৈধ কনফার্ম টিকিটযুক্ত যাত্রীদের রেলস্টেশনগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের জন্য  মুখের মাস্ক পরা এবং স্ক্রিনিং করা বাধ্যতামূলক হবে এবং কেবলমাত্র উপসর্গহীন যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে। ট্রেনের সময়সূচি সহ আরও বিশদ যথাযথভাবে পৃথকভাবে জারি করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।




Friday, May 8, 2020

ট্রেনে কাটা পড়ে মৃত ১৭ ঘুমন্ত পরিযায়ী শ্রমিক




ট্রেনে কাটা পড়ে মৃত ১৭ ঘুমন্ত পরিযায়ী শ্রমিক



করোনার আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ। রোজগার বন্ধ। লকডাউনের জেরে পেটেও টান পড়েছে। তাই ট্রেন বা অন্যান্য যানবাহন অচলকে উপেক্ষা করে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে ঘরমুখী হয়েছিলেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক।কিন্তু তাদের ঘরে ফেরা আর হল না। তীব্র ক্লান্ত ও অবসন্ন হয়ে তারা রেল লাইন এর ওপর ঘুমিয়ে পড়েন। কিন্তু ওই লাইনের ওপর দিয়ে চলে আসে মালগাড়ি।তারপর ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।

 রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে যায় ট্রেন ৷ মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর দুর্ঘটনাটি ঘটে ৷ ঘুমিয়ে থাকা ১৫জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷
গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন । সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন ৷ এদিন তারা MIDC ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷


Wednesday, May 6, 2020

ভাইরাস থেকে মুক্তি পেতে কিভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা



ভাইরাস থেকে মুক্তি পেতে কিভাবে বাড়াবেন রোগ প্রতিরোধ ক্ষমতা



আমরা সবাই জানি, সাস্থ‍্য‌ই সম্পদ। আর সাস্থ‍্য হানি মানে বাড়ে দুশ্চিন্তা এব‌ং কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে যখন তখন বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। বিভিন্ন ধরনের রোগ স‌ংক্রমনের কারণ অনেকে আবার বুঝতে পারেন না।

নিজের প্রতি যত্নশীল হলে, অনেক ধরনের বিপদ  থেকে বাঁচা সম্ভব। শরীরে সঠিক পরিমাণে পুষ্টির অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আপনি যদি প্রায়ই অসুখে ভোগেন তবে বুঝতে হবে আপনার দে’হে প্রোটিন, জিংক, ভিটামিন-এ এবং ভিটামিন-ই সহ অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিয়েছে।

শরীরে পুষ্টির অভাব থাকলে বেশ কিছু কিছু লক্ষণের দ্বারা তা প্রকাশ পায়। সেই লক্ষণগুলি হল.......



শিশুদের লক্ষণ:

১. এক বছরের মধ্যে চার বা তার চেয়ে বেশী বার কানে ইনফেকশন হওয়া।
২. এক বছরের মধ্যে দুই বা তার চেয়ে বেশী বার সাইনাসের সমস্যা হওয়া।
৩. দু মাস বা তার বেশী সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরও কাজ না করা।
৪. এক বছরের মধ্যে দুই বা তার বেশী বার নিউমোনিয়া হওয়া।
৫. বার বার চামড়ার গভীরে বা দেহের ভেতরে ক্ষত বা পুঁজ জমা।
৬. শিশুর ওজন এবং শারীরিক বৃদ্ধি সঠিকভাবে না হওয়া।
৭. মুখের ঘা বা ত্বকের ছত্রাক ঘটিত রোগ সহজে ভালো না হওয়া।
৮. জীবানু ঘটিত রোগ থেকে মুক্তির জন্য বার বার অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়ার দরকার হয়।



বড়দের লক্ষণ

১. এক বছরের মধ্যে চার বা তার চেয়ে বেশী বার কানে ইনফেকশন হওয়া।
২. এক বছরের মধ্যে দুই বা তার চেয়ে বেশী বার সাইনাসের সমস্যা হওয়া।
৩. প্রতি বছর অন্তত একবার নিউমোনিয়া হওয়া।

৪. দীর্ঘদিন ধরে ডায়রিয়া এবং ওজন কমে যাওয়া।
৫. বার বার ভাইরাসের আক্রান্ত যেমন সর্দিকাশি, হার্পিস ইত্যাদি।
৬. রোগ থেকে মুক্তির জন্য বার বার অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রয়োগের প্রয়োজন হওয়া।
৭. বার বার চামড়ার গভীরে বা দেহের ভেতরে ক্ষত বা পুঁজ জমা।
৮. মুখের ঘা, ত্বক বা অন্যান্য স্থানের ছত্রাক ঘটিত রোগ সহজে ভালো না হওয়া

এছাড়া ও আর‌ও কিছু কারণ রয়েছে। এগুলোর মধ্যে যে কোন দুটি বা তার বেশী লক্ষণ দেখতে পেলে দেরী না করে চিকিৎসকের শরণাপন্ন হ‌ওয়া দরকার। আসলে আমাদের অসুস্থ হওয়ার মূল কারণ, সঠিক পরিমাণে পুষ্টির অভাব। আর, এই পুষ্টির অভাব বা ঘাটতি হয় মূলত সঠিক খাদ্যাভ্যাস না থাকলে।


রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াবেন –


১) প্রোটিন যুক্ত খাবার খাওয়া খুবই প্রয়োজন। প্রোটিন আমাদের দেহের বিভিন্ন ঘাটতি পূরণ করে। বিভিন্ন রোগ আটকাতে প্রোটিনের জুড়ি নেই। শরীরের অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও প্রোটিন বেশ কার্যকরী। ডিম, মুরগীর মাংস, সামুদ্রিক মাছ ও বিভিন্ন প্রকার ডালে রয়েছে ভালো মানের প্রোটিন। তাই আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন সমন্বিত খাদ্য রাখুন।
২) ভিটামিন সি দেহের ইমিউন সিস্টেম বাড়াতে বেশ কার্যকরী। এটি মানব শরীরের জন্য অনেক জরুরি একটি মাইক্রো নিউট্রিয়েন্ট। যা আমাদের দাতেঁর গোঁড়া শক্ত করতে, ত্বক উজ্জ্বল করতে ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন সি-তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা ত্বকের বলিরেখা দূর করতে ও বয়সের ছাপ লুকাতে সাহায্য করে।

৩) জিঙ্ক  শ্বেত রক্তকণিকার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। শ্বেত রক্তকণিকার ক্ষমতা হ্রাস পেলে দেহের ইমিউন সিস্টেমে কমে যায়। দৈনিক খাদ্যতালিকায় কাঠ বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, শিমের বিচি, দুধ, মাখন ও পনির রাখলে জিঙ্কের অভাব পূরণ হয়।


৪) ভিটামিন বি-১২ দ্রুত রোগ থেকে মুক্তি পেতে ভিটামিন বি-১২ বেশ কার্যকরি। এর পাশাপাশি এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। দুগ্ধজাত খাদ্যে ও ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিতামিন বি-১২ রয়েছে।

৫) সামান্য ব্যায়াম, যোগাসন ও ধ্যানের মাধ্যমেও ইমিউন সিস্টেম বৃদ্ধি পায়। ব্যায়াম করতে না পারলে রোজ ৪০-৪৫ মিনিট হাঁটার চেষ্টা করুন। এতেও আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে।

তাছাড়া নিয়মিত পুষ্টিকর খাদ্যগ্রহণ, পরিমিত ঘুম মানসিক প্রশান্তি বয়ে আনবে আপনার জন্য। মনে রাখবেন সুস্থ থাকার জন্য হাসিখুশি থাকাটা অত্যন্ত জরুরি। তাই সুষম খাদ্য গ্রহণ ও মানসিক চাপ এড়িয়ে বাড়িয়ে ফেলুন আপনার দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা।

Monday, May 4, 2020

দেশের মধ্যে মৃত‍্যুর হার বেশি পশ্চিমবঙ্গে:কেন্দ্রীয় দল

দেশের মধ্যে মৃত‍্যুর হার বেশি পশ্চিমবঙ্গে: কেন্দ্রীয় প্রতিনিধী দল





দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা।

 আর সেই সংখ্যা অনুযায়ী এবার বদলে গেছে রাজ্যের রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন অন্তর্ভুক্ত এলাকা। এক ধাক্কায় রাজ্যে বেড়ে গেছে ৬টি রেড জোন। রেড জোনের তালিকায় রাজ্যের মোট ১০ টি জেলা।

আর এর‌ই মধ‍্যে রাজ‍্যের অশ্বস্থি বাড়িয়ে দিল কেন্দ্রীয় প্রতিনিধী দল। তাদের দেওয়া এক রিপোর্টে জানানো হয় দেশের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যুর হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। মৃত‍্যু্র হার ১২.৮%। সেই সঙ্গে তারা আর‌ও বলেন, এরাজ‍্যে করোনা পরীক্ষার হার‌ও তুলনামূলক কম। এছাড়া পরিকাঠামো, সতর্কতা সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যু হয়েছে ৮৩ জন। আর তার মধ্যে পশ্চিমবঙ্গে শুধু মৃত‍্যু হয়েছে ১১ জনের। রাজ‍্যে মোট মৃত‍্যু ৬১। আবার ২৪ রাজ‍্যে আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ৬১ জন। রাজ‍্যে মোট আক্রান্ত ১২৫৯। সুস্থ হয়েছেন ২১৮ জন।

আর নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ‍্যে রাজনৈতিক তর্জা। এমন মহামারির সময়েও অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে সরগরম রাজ‍্য রাজনীতি।

Friday, May 1, 2020

রাজ‍্যে রেড জোন বেড়ে চার থেকে দশ:কেন্দ্র



রাজ‍্যে রেড জোন বেড়ে চার থেকে দশ:কেন্দ্র

West Bengal



দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা।

 আর সেই সংখ্যা অনুযায়ী এবার বদলে গেল রাজ্যের রেড জোন, অরেঞ্জ জোন ও গ্রিন জোন অন্তর্ভুক্ত এলাকা। এক ধাক্কায় রাজ্যে বেড়ে গেল ৬টি রেড জোন। রেড জোনের তালিকায় এলো রাজ্যের মোট ১০ টি জেলা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রতিটি রাজ্যকে নতুন করে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের তালিকা পাঠায়। আর সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে দশটি জেলা হল রেড জোন , ৫ টি জেলা অরেঞ্জ জোন আর ৮ টি জেলা গ্রিন জোন।আগেই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরকে রেড জোন ঘোষনা করা হয়েছিল। আর এবার এই তালিকায় যুক্ত হল আরও ৬ টি জেলা।



কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দেওয়া চিঠিতে  বলা হয়েছে, প্রতি সপ্তাহে কেন্দ্র সরকার সংক্রমণের হার, সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার হার, কতজন ব্যক্তি সংক্রমিতদের সংস্পর্শে আসছেন তার নিরিখে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে।


কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়, আগের ৪  রেড জোন জেলা এখনো পর্যন্ত রেড জোন থেকে মুক্ত হতে পারেনি। এবার  সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদহ। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও আরও চারটি জেলা রেড জোনের অন্তর্ভুক্ত হলো। এছাড়া অরেঞ্জ জোনে রয়েছে হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ। গ্রীন জোনের তালিকায় জেলাগুলি হল ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, উত্তর দিনাজপুর।


জোন ভিত্তিক জেলার তালিকা



কেন্দ্র সরকা্রের এই সিদ্ধান্তে যার পর নাই ক্ষুব্ধ রাজ‍্য সরকার। কেন রেড জোনের সংখ‍্যা বাড়িয়ে দশ করা হল সেই নিয়ে পুনরায় শুরু হয়েছে কেন্দ্র রাজ‍্য দ্বৈরথ।

Thursday, April 30, 2020

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়ে দিলো কেন্দ্র সরকার



পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়ে দিলো কেন্দ্র সরকার।

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 





 দেশে করোনা সংক্রমণ বাড়তেই মার্চ মাসের ২৪ তারিখ থেকে জারি হয় লকডাউন। আর এই লকডাউন শুরু হতেই স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। অজস্র মানুষ আটকে পড়েন বিভিন্ন রাজ‍্যে। কেউ আটকে পড়েন  শ্রমিকের কাজ করতে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে, পড়ুয়ারা আটকে পড়ে ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়ে আবার কেউ কেউ ভিন রাজ‍্যে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েন। তবে এসকল  মানুষদের মধ্যে সবথেকে বেশি অসহায় যদি কেউ বা কারা হয়ে পড়েন তাঁরা হলেন পরিযায়ী শ্রমিকরা। কারণ তাদের প্রতিদিনের উপার্জনের উপর নির্ভর রোজগার, খাওয়া-থাকা ইত্যাদি।

আর লকডাউন জারি হতেই তারা সকলেই কাজ হারিয়ে নিরূপায় অবস্থায় একে অন্যের কাছে হাত পেতে কখনো আধপেটা, কখনো আবার না খেয়ে দিন চালাতে থাকেন। আর এবার এই সকল মানুষদের কথা ভেবে ভিন রাজ্যে আটকে পড়া সকলকে বাড়ি ফেরার অনুমতি দিল  কেন্দ্র সরকার।

বুধবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমন বড় সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, লকডাউন চললেও পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলে আটকে পড়া মানুষেরা, পড়ুয়ারা আন্তঃরাজ্য যাতায়াত করে বাড়ি ফিরতে পারবেন। তবে এই আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে বিশেষ কতগুলি নির্দেশিকা দেওয়া হয়েছে।

১) নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে প্রত্যেক রাজ্য থেকে কাউকে পাঠানো অথবা ফেরত আনার ক্ষেত্রে দুই রাজ্যের আধিকারিকদের থেকে অনুমতি লাগবে। অর্থাৎ মেনে চলতে হবে প্রটোকল।

২) একসাথে অনেকের যাওয়া আসার ক্ষেত্রে সরকারি অনুমোদন নিয়েই যাতায়াত করা যাবে।


৩) যাওয়া আসার আগে স্থানীয় চিকিৎসকদের কাছে স্বাস্থ্যবিধির ছাড় পেতে হবে।

৪) বাসের মাধ্যমে যাতায়াত করা যেতে পারে ।তবে যাতায়াত করার আগে বাস স্যানিটাইজ করতে হবে ।বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


৫) এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর পর স্থানীয় চিকিৎসকের কাছে যেতে হবে। মেনে চলতে হবে হোম কোয়ারেন্টাইনের বিধি নিষেধ।



৬) প্রত্যেক যাতায়াতকারী ব্যক্তিকে আরোগ্য সেতু অ্যাপ ইন্সটল করে রাখতে হবে যাতে তাদের গতিবিধি নিয়ন্ত্রনে রাখা যায়।


Wednesday, April 29, 2020

সোমবার থেকে চলবে বাস??



সোমবার থেকে চলবে বাস??




হ‍্যা, সোমবার থেকে গ্রীন জোন গুলিতে বাস চালানোর ছাড়পত্র দিল রাজ‍্য সরকার। তবে আপাতত বেসরকারি বাস চলবে বলে জানানো হয়। প্রেস বিবৃতি দিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী জানান, বাসে এক সঙ্গে কুড়ি জন করে যাত্রী যাতায়াত করতে পারবেন। তবে সরকারি বিধিনিষেধ মেনেই চালাতে হবে বাস। এছাড়া গ্রীন জোন গুলিতে দোকানপাট খোলা সহ আরো কিছু কিছু ক্ষেত্রে ছাড় ঘোষনা করেছেন মুখ‍্যমন্ত্রী। কোন কোন ক্ষেত্রে ছাড় দেখে নেওয়া যাক এক নজরে।

১. মার্কেট কমপ্লেক্স নয় এমন এলাকা তে দোকান খোলা।
২.হকার্স মার্কেট ফুটপাথে থাকা দোকান খুলবে না।
৩.নিয়ম মেনে কারখানা খোলা যাবে।
৪.নিয়ম মেনে চিকৎসকরা চেম্বার খুলতে পারেন।
৫.পাড়ার একক দোকান খোলা যাবে।
৬.ব‌ই, রং, লণ্ড্রী, হার্ড‌ওয়ার, স্টেশনারী, চা,পান, বৈদ‍্যুতিক সামগ্রী, রিচার্জ দোকানে ছাড়।

তবে রাস্তা দোকানে ভিড় করা যাবে না। সামাজীক দুরত্ব বজায় রাখতে হবে। পরিস্থিতি খারাপ হয়ে গেলে সিদ্ধান্ত বদল করা হবে।

Tuesday, April 28, 2020

এসি চালাতেও বাধা করোনার



এসি চালাতেও বাধা করোনার


তপ্ত গরম ও ঘাম থেকে বাঁচতে উচ্চবিত্ত মানুষদের এতদিন ভরসা করতে হত এসির উপর।এবার তাতেও বাধ সাধলো ক‍রোনা। কেন্দ্র সরকার থেকে দেওয়া তথ‍্য অনুযায়ী এসির হাওয়ায় ড্রপলেট ছড়ানোর মাধ‌্যমে করোনা সংক্রমন ছড়াতে পারে।

তাই নির্দেশিকা জারি করে এসি চালানোতে বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে  কেন্দ্র সরকার। তাতে বলা হয়েছে রাড়িতে এসি ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে হবে। এছাড়া আদ্রতার পরিমাণ ৪০-৭০% রাখা যেতে পারে।

Friday, April 24, 2020

করোনা রোগীকে জীবানুনাশক ইনজেকশান?

করোনা রোগীকে জীবানুনাশক ইনজেকশান?




করোনার করাল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। এই মারন রোগে জর্জরিত আমেরিকা।এর জন্য ট্রাম্প সাহেব চীনকে দায়ী করে বার বার আক্রমণ সানিয়েছেন।আবার চীন ও আমেরিকা কে পাল্টা আক্রমন করতে ছাড়েনি। এবার যেন চাপ নিতে পারছেন না ট্রাম্প সাহেব। ২৩ এপ্রিল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বক্তব‍্য রাখতে গিয়ে করোনা চিকিৎসা নিয়ে এক উদ্ভট মন্তব‍্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট। 
তিনি বলেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বিঞ্জানীরা আল্ট্রাভায়োলেট লাইট এর ব‍্যবহার বা জীবানুনাশককে ইনজেকশান দিয়ে কিছু ফল পাওয়া যায় কি না সেটার পরীক্ষা করে দেখতে পরামর্শ দেন। এই অসম্ভব রকম পরামর্শে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।এদিকে এই ধরনের বক্ত‍্যবে কেউ যাতে কোনোরকম ভুল পদক্ষেপ গ্রহণ না করে তার জন্য মাঠে নামতে হয় বহুল প্রচলিত ডেটল এবং লাইজলের মত জীবানুনাশক প্রস্তুতকারক কোম্পানীগুলিকে। এই ধরনের কোম্পানীগুলি বিবৃতি দিয়ে জানায়, করোনা চিকিৎসার জন্য কেউ যেন ডেটল বা লাইজল খেয়ে না ফেলে অথবা ইনজেকশান হিসাবে ব্যবহার না করে।

Thursday, April 23, 2020

স্থগিত হল বর্ধিত ডি এ

স্থগিত হল বর্ধিত ডি এ



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 

এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার।


 এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত ও দিয়েছিল সরকার।এবার কোোপ
পড়ল ডি এ এর উপর। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ দপ্তর এক বিঞ্জপ্তি প্রকাশ করে জানায়, সকল কেন্দ্র সরকারী কর্মচারী এবং পেনশনারদের বর্ধিত হারে ডিএ প্রদান এবং রিলিফ প্রদান স্থগিত রাখা হল। এর ফলে কেন্দ্র সরকারী কর্মচারীরা কিছুটা হলেও ব‍্যাকফুটে পড়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাই ২০২১ পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।

রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে করছে শ্লথ, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে করছে শ্লথ, জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান


করোনার করাল থাবায় আক্রান্ত গোটা বিশ্ব। এই মারন রোগে জর্জরিত আমেরিকা।এর জন্য ট্রাম্প সাহেব চীনকে দায়ী করে বার বার আক্রমণ সানিয়েছেন।আবার চীন ও আমেরিকা কে পাল্টা আক্রমন করতে ছাড়েনি। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাত মূলক আচরন করছে বলে অভিযোগ করেছে আমেরিকা। এই অবস্থায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস এধানম ঘেব্রেসাস বলেন, রাজনৈতিক ভেদাভেদ করোনা যুদ্ধের গতিকে শ্লথ করে দিচ্ছে।
গত সোমবার সাধারণ মানুষকে সচেতন বার্তা দেওয়ার জন্য মিডিয়ার সামনে আসেন টেডরস। সেই সময় তিনি এ কথা বলেন। তিনি আর ও বলেন, এই সময় জাতীয় সংহতি বজায় রাখতে হবে এবং সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে এই মারণ রোগের বিরুদ্ধে।

     তিনি বলেন, এই ভাইরাস খুব বিপদজনক।এই সময় দারিদ্রতা এবং যুদ্ধ দুটোকেই জয় করতে হবে।তার জন্য ডান,বাম, মধ‍্য,যুক্তি, তর্ক সব কিছু দূরে সরিয়ে সবাই কে একসঙ্গে লড়ার আহ্বান জানান তিনি।

এদিকে করোনা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ‍্যে রাজনৈতিক চাপান উতোরের শেষ নেই। দলমত নির্বিশেষে এই জাতীয় বির্পজয় মোকা্বিলার কথা বাদ দিয়ে চলছে পাল্টা দোষারোপ। বিজেপি রাজ‍্যের বিরুদ্ধে তথ‍্য গোপন এর অভিযোগ এবং রেশন দুর্নীতির অভিযোগ তুলে ধরে কেন্দ্রের দারস্থ হয়েছে।আবার রাজ‍্যকে টেষ্টিং কিট,পি পি ই,মাস্ক,মেডিসিন এবং রেশন সামগ্রী ইত‍্যাদি কেন্দ‍্র ঠিকমতো সরবরাহ ক‍রছে না বলে অভিযোগ তুলে শরব হয়েছে তৃণমূল। সুযোগ বুঝে বামদল ও খোঁচা মারতে ছাড়ে না। এছাড়া ত্রাণ ও রেশন বিলি নিয়ে কোথাও কোথাও হাঙ্গামা তৈরি হচ্ছে। তার জন্য আবার কোথাও মার খাচ্ছে পুলিশ। সব মিলিয়ে রাজ‍্য জুড়ে রাজনৈতিক বিশৃঙ্খলার শেষ নেই।যে সময় সবাই একসঙ্গে মিলে কাজ করার কথা ছিল, সেই সময় এমন বিশৃঙ্খল প‍রিস্থিতি রাজ‍্যের মানুষকে অনেকটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।এই অবস্থায় করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ই দিকে তাকিয়ে আছে গোটা রাজ‍্যবাসী। 

Wednesday, April 22, 2020

দেশ জুড়ে রক্ত সংগ্রের নতুন পদ্ধতি

দেশ জুড়ে রক্ত সংগ্রহের নতুন পদ্ধতি


দেশ জুড়ে চলছে লকডাউন‌। সামাজীক দুরত্ব বজায় রাখতে মানুষ আজ ঘরবন্দী। তাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে সব রক্তদান শিবির চলত তাও এখন বন্ধ। তাই দেশ জুড়ে বাড়ছে বক্তের অভাব। সেই সংকট নিরসনে এবার নতুন পথে চলতে পারে রক্তদান শিবির। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক ট‍্যুইটে জানা যায়, ইউনিয়ন হেলথ মিনিষ্টার হর্ষবর্ধন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটিকে যথেষ্ট পরিমানে রক্ত মজুত রাখার কথা বলেন। সেচ্ছায় রক্ত দানের মধ‍্য দিয়ে এই কাজ করতে হবে। তবে সেচ্ছায় রক্ত দাতাদের দায়িত্ব সহকারে রাড়ি থেকে ক‍্যাম্পে নিয়ে যাওয়া এবং তাদের পুনরায় বাড়িতে পৌছে দিয়ে দেওয়ার ব‍্যাবস্থা রেডক্রস সোসাইটিকে করতে হবে বলে জানান হেলথ মিনিষ্টার।

Tuesday, April 21, 2020

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল

রেশনে চালের সঙ্গে মিলবে ডাল: রাজ‍্যপাল


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 


ঘর বন্দী দরিদ্র মানুষের অসহায় অবস্থা। বাড়ছে খাদ‍্যের হাহাকার। 

সেই অবস্থা মোকাবিলার জন‍্য প্রধানমন্ত্রী গরিব কল‍্যান অন্ন যোজনা য় গরীবদের বিনা মূল্যে রেশনে ৫ কিলো চাল দেওয়ার কথা ঘোষনা করে কেন্দ্র। এবার সেই সঙ্গে পরিরার পিছু। এক কিলো করে ডাল দেওয়া হবে বলে ট‍্যুইট করে জানান পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল জগদীশ ধনকর। তিন মাস ধরে বিনামূল‍্যে এই প্রকল্প চালু থাকবে বলে জানান তিনি।

Monday, April 20, 2020

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫

দেশে এক দিনে করোনা আক্রান্তের সংখ‍্যা বাড়ল ১১৩৫


দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 


আই সি এম আর এর দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ১৯ এপ্রিল রবিবার রাত ন'টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ১১৩৫ জন। সেই সঙ্গে এ অবধি মোট ৩,৮৩,৯৮৫ জন সন্দেহ জনক ব‍্যাক্তির কাছ থেকে ৪,০১,৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১৭৬১৫ জন ব‍্যক্তি ক‍রোনা পজিটিভ ধরা পড়ে। এপর্যন্ত মৃত‍্যু হয়েছে ৫৪৩ জনের। সুস্থ হয়ে উঠেছে 

 ২৫৪৭ জন।

Sunday, April 19, 2020

স‍রকার বিনামূল‍্যে খাবার ও টাকা দিক: পি চিদম্বরম

স‍রকার বিনামূল‍্যে খাবার ও টাকা দিক:       পি চিদম্বরম


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। 


ঘর বন্দী দরিদ্র মানুষের অসহায় অবস্থা। বাড়ছে খাদ‍্যের হাহাকার। এই সময় সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বলিষ্ট কংগ্রেস নেতা পি চিদম্বরম। পিটিআই সূত্রে জানা যায়, চিদম্বরম অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে এই হৃদয়হীন সরকার কিছু করছে না। দরিদ্র রোজ আনা রোজ খাওয়া মানুষেরা কর্মহীন।তাদের কাছে যে সামান‍্য অর্থ ছিল তা ও শেষ। রান্না করা খাবার পাওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। ভিন রাজ‍্যে কাজ করতে যাওয়া মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছে। যাদের খাদ‍্যের প্রয়োজন আছে তাদের কেন এফসিআই এর মাধ‍্যমে বিনা মূল্যে খাদ‍্যশশ‍্য দেওয়া হচ্ছে না? তিনি আরো বলেন, দেশে ৭৭ মিলিয়ন টন খাদ‍্য মজুত আছে। তবু কেন তা দেওয়া হচ্ছে না? এছাড়া এই সব মানুষের খাতায় সরাসরি টাকা দিতে হবে সরকারকে। এছাড়া পরিযায়ী কর্মীরা বিভিন্ন রাজ‍্যে আটকে আছে। কেউ কেউ অনাহারে দিন কাটাচ্ছে। অপেক্ষা করে আছে বাড়ি ফেরার জন‍্য। ফলে তারা কোথাও কোথাও আইন শৃঙ্খলা ভঙ্গ করছে। তাদের সাহায‍্যের জন‍্য সরকার যাতে যথাযথ ব্যবস্থা নেয়, তার দাবি করেন পি চিদম্বরম।

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের

এক বছর ধরে কাটা হবে বেতন,ঘোষনা কেন্দ্রের



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক । এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍ 

একাধীক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। এম পি দের বেতন ৩০% কমানোর কথা আগেই ঘোষনা করেছে কেন্দ্র। এরার কর্মচারী দের বেতন কাটার ইঙ্গিত পাওয়া গেল। অর্থদপ্তর আসা এক বিবৃতি থেকে জানা যায়, রেভিনিউ দপ্তরের কর্মচারী দের প্রতি মাসের এক দিনের বেতন প্রধানমন্ত্রী ফান্ডে দেওয়ার কথা বলা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্থিক সহায়তা প্রদান করতে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে উল্লেখ করা হয়। যদি কোনো কর্মী এই প্রস্তাবে রাজী না থাকে তাহলে তা লিখিত ভাবে অর্থ দপ্তরে আগামী ২০ এপ্রিল সোমবারের মধ‍্যে অর্থ দপ্তরে জানাতে হবে।
এথেকে বোঝা যায় বর্ধিত ডিএ এর ঘোষনা যেটা কেন্দ্র করেছিল সেটা নাও মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Saturday, April 18, 2020

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল

সাবধান না হলে বাড়বে মৃত‍্যু মিছিল



দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবু রাস্তাঘাট, হাটে- বাজারে ঠিকমত মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। 
একাধীক জায়গায় লকডাউন কে উপেক্ষা করার জঘন‍্য চিত্র ও দেখা গেছে। লকডাউন সফল করতে কোথাও মার খাচ্ছে পুলিশ আরার কোথাও জঘন‍্য হিংসার শিকার হয়েছেন স্বাস্থ‍্যকর্মী। এভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করবে। আমেরিকা, ইতালি বা স্পেনের মত মারাত্মক অবস্থা তৈরি হতে পারে। গতকাল ১৭ই এপ্রিল ভারতে করোনা আক্রান্তের সংখ‍্যা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ‍্যান অনুযায়ী -
আক্রান্ত- ১৩৩৮৭
সুস্থ-  ১০০৭
মৃত-   ৪৩৭
আবার ১৮ই এপ্রিল শনিবার পরিসংখ‍্যা হয়-
আক্রান্ত-১৪৩৭৮
সুস্থ-  ১৯৯১
মৃত-  ৪৮০
এই পরিসংখ‍্যা থেকে জানা যায় গত ২৪ ঘন্টার মধ‍্যে আক্রান্তের সংখ‍্যা বেড়েছে ৯৯১ জন এবং মৃতের সংখ‍্যা বেড়েছে ৪৩ জন। এই অবস্হায় লকডাউন, সামাজীক দুরত্ব সহ অন্যান্য নিয়ম মেনে না চললে অবস্থা আয়ত্বেয় বাইরে চলে যেতে পারে। এছাড়া বিভিন্ন পরীক্ষা ও গবেষনা জানাচ্ছে এখন থেকে সচেতন হতে না পারলে আগামী মে মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ‍্যা অনেকটা বেড়ে যেতে পারে। আর আক্রান্তের সংখ‍্যা বাড়লে বাড়বে মৃত‍্যু মিছিল।

Friday, April 17, 2020

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের

পঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ রিজার্ভ ব‍্যাংকের


দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত হটস্পট এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনার থাবা অর্থনীতিতে অব‍্যাহত। এই পরিস্থিতিতে শুক্রবার আরো একবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাংক। এমন খারাপ সময়ে দেশের আর্থিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করতে রেপোরেট ২৫ পয়েন্ট কমিয়ে ৩.৭৫% করা হয়। সেই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রনের জন‍্য‍্য NABARD, Small Industries Development Bank of India এবং National Housing Bank কে পঞ্চাশ হাজার কোটি টাকার বিশেষ প‍্যাকেজ দেওয়ার কথা ঘোষনা করেন  রিজার্ভ ব্যাংক এর গভর্নর শক্তিকান্ত দাস।


অনলাইনে হতে পারে কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের ক্লাস

অনলাইনে হতে পারে কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের ক্লাস

    
রাজ‍্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অবস্থায় কলেজ ও বিশ্ববিদ‍্যালয় পড়ুয়াদের সেমিষ্টার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এনিয়ে এখনো কোনো স্বচ্ছ বার্তা পাওয়া যায়নি।
এই দিকে UGC (ইউজিসি) তরফে এক নোটিশ জারি করা হয়েছে সেখানে অনলাইনে কিভাবে পরুয়াদের কে সাহায্য করা যায় সেই নিয়ে পরামর্শ দেওয়ার জন্য জানানো হয়েছে।

Thursday, April 16, 2020

করোনা র‍্যাপিড টেষ্টের দিকে ঝুঁকছে রাজ‍্য

করোনা র‍্যাপিড টেষ্টের দিকে ঝুঁকছে রাজ‍্য


           রাজ‍্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। দেশজুড়ে করোনা কবলিত এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই তালিকায় জায়গা পেয়েছে এরাজ্যের ১১টি জেলা। কেন্দ্রের তালিকা অনুযায়ী, বাংলার ৪টি জেলা সেগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উঃ ২৪ পরগনা হটস্পট তালিকাভুক্ত এবং ৭টি জেলা (সেই জেলাগুলি হল জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা) নন-হটস্পট তালিকা ভুক্ত। এই পরিস্থিতিতে আগের অবস্থান থেকে বেশ কিছুটা সরে গিয়ে করোনা র‍্যাপিড টেষ্টের দিকে ঝুঁকছে রাজ‍্য।       

        স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়, কোনও কোভিড আক্রান্তের সরাসরি সংস্পর্শে আসা ব্যক্তির শরীরে উপসর্গ থাক বা না থাক, তাঁর লালারসের নমুনা পরীক্ষা করতে হবে।  সেই সঙ্গে ক্লাস্টার বা স্পর্শকাতর এলাকাতেও লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে বলা হয়েছে। গত ১৩ এপ্রিল স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়, কোভিড আক্রান্তের সরাসরি সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র যাঁদের উপসর্গ দেখা যাবে তাঁদের লালারসের পরীক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু এ দিনের নির্দেশিকায় উপসর্গহীন ব্যাক্তিদেরও পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।


করোনা র‍্যাপিড টেষ্টের দিকে ঝুঁকছে রাজ‍্য

লকডাউন সফলে প্রয়োজনে সেনা চাই: রাজ‍্যপাল

লকডাউন সফলে প্রয়োজনে সেনা চাই: রাজ‍্যপাল


রাজ‍্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। রাস্তাঘাট, হাটে- বাজারে ঠিকমত মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। এছাড়া প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যাতে কোনোরকম ধর্মীয় সমাবেশ না হয় , তারজন‍্য প্রয়োজনে আধা সেনাকে কাজে লাগানোর আর্জি জানান রাজ‍্যের রাজ‍্যপাল জগদীশ ধনকর। তিনি ট‍্যুইট করে একথা উল্লেখ করেন। তিনি ট‍্যুইটে বলেন, করোনা কবলিত এলাকায় লকডাউনের নিয়ম কানুন ১০০%  অক্ষরে অক্ষরে মানতে হবে। পুলিশ প্রশাশন এবং মমতার আধীকারিকদের লকডাউন ১০০% সফল ক‍রতে এবং ধর্মীয় সমাবেশ বন্ধ করতে তৎপর হতে হবে। এসব কিছু কড়া হাতে নিয়ন্ত্রনের জন‍্য আধা সেনাদের ব‍্যবহার করার কথাও উল্লেখ করেন।

ভাত নয়, হতে পারে নুনের আকাল

   

ভাত নয়, হতে পারে নুনের আকাল


ভাত নয়, হতে পারে নুনের আকাল


ভাতের অভাবের কথা আমরা সবাই শুনে থাকি। তাই বলে নুনের অভাবের কথা আমরা কখনো শুনি না। এবার সেটাও হতে পারে।
           করোনার থাবা নুন উৎপাদনে। দীর্ঘ লকডাউনের জন‍্য নুন কারখানা গুলো প্রায় বন্ধ। সারা বছর দেশ জুড়ে যে পরিমাণ নুন প্রয়োজন হয় তার অধিকাংশ তৈরি হয় এই গ্রীষ্মকালে। এই সময় সূর্যের প্রখর তাপকে কাজে লাগিয়ে সমুদ্রের নোনা জল থেকে নুন তৈরি করা হয়। এই মরশুম শেষে বৃষ্টি নামলেই উৎপাদন বন্ধ হয়ে য়ায়। কিন্তু এবছর করোনার জেরে চলছে দীর্ঘ লকডাউন। সরকারি নির্দেশিকা অনুযায়ী নুন কারখানা ও অনেক জায়গায় বন্ধ। শ্রমিকরাও কাজ করতে পারছে না। তাই ব‍্যহত হচ্ছে নুন উৎপাদনের প্রক্রিয়া। ফলে আগামী দিনে ভাতের মত নুনের আকাল ও দেখা দিতে পারে।

       গত ২৮ মার্চ ইন্ডিয়ান সল্ট অ্যাসোশিয়েসানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। সেখানেই সংস্থার তরফে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সল্ট অ্যাসোশিয়েসান কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন-দেশে নুন উৎপাদনের মরশুম মার্চ থেকে জুন। বর্ষা নেমে গেলে নুন উৎপাদন আর সম্ভব নয়। লকডাউনের জেরে ইতিমধ্যেই মার্চ মাস নষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কাজ শুরু না করতে পারলে আকাল তৈরি হতে পারে অনুমান সল্ট অ্যাসোশিয়েশানের।


এই পরিস্থিতিতে সরকারের কাছে সংস্থার আবেদন, যাতে কড়া নজরদারি বজায় রেখেও অন্তত ৭৫ শতাংশ কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। অন্যথায় আগামী এক বছর ভারতবাসীর পাতে নুনটুকুও জুটবে না।



করোনায় হটস্পট চিহ্নিত রাজ‍্যের চার জেলা


          দেশজুড়ে করোনা কবলিত এলাকার একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই তালিকায় জায়গা পেয়েছে এরাজ্যের ১১টি জেলা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের জেলাগুলিকে ৩টি ভাগে ভাগ করেছে। একটি হটস্পট তালিকাভুক্ত, একটি হটস্পট তালিকায় থাকা ক্লাস্টারযুক্ত এবং নন-হটস্পট তালিকাভুক্ত জেলা।
 মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, এই তিনটি তালিকা ভুক্ত হটস্পট জেলাগুলিতে ৩রা মে পর্যন্ত লকডাউন কার্যকর করা হবে। বাকি গ্রিন জোনে থাকা এলাকাগুলিতে ২০ এপ্রিল থেকে লকডাউন শিথিল করা হবে। কেন্দ্রের তালিকা অনুযায়ী, বাংলার ৪টি জেলা সেগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উঃ ২৪ পরগনা হটস্পট তালিকাভুক্ত এবং ৭টি জেলা (সেই জেলাগুলি হল জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা) নন-হটস্পট তালিকা ভুক্ত।

ক্লাস্টারযুক্ত হটস্পট তালিকায় বাংলার কোনও জেলা নেই। এছাড়া দেশে মোট ১২৩টি জেলা করোনা সংক্রামিত তালিকাভুক্ত। ৪৭টি জেলা ক্লাস্টারযুক্ত হটস্পট তালিকাভুক্ত রয়েছে। এই নন-হটস্পট জেলাগুলিতে সংক্রমণের সংখ্যা অনেকটাই কম। কয়েকদিনে এই সমস্ত জেলায় নতুন করে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি।

Wednesday, April 15, 2020


করোনার জেরে বাতিল একাদশ শ্রেণীর পরীক্ষা

দ্বাদশের বাকী পরীক্ষা হবে জুনে


করোনার জেরে ইতি পূর্বে প্রাথমিক স্তরে প্রথম পর্যায়ের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই একই রীতি মেনে একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করল রাজ‍্য সরকার। সেই সঙ্গে মুখ‍্যমন্ত্রী উল্লেখ করেন, এ বছর একাদশের কাউকে প‍রীক্ষা দিতে হবে না। তার মানে এই ক্লাসে সবাই পাশ। তারা দ্বাদশ শ্রেণী পড়াশুনার প্রস্তুতী শুরু করে দিতে পারবে। আর দ্বাদশ শ্রেণীর যে তিনটি পরীক্ষা এখনো বাকী আছে সেটা জুন মাসে নেওয়া হবে।

করোনার কেরামতিতে পর্যুদস্ত পাকিস্তান ভারতের কাছে চাইল হাইড্রক্সিক্লোরোকুইন



         সকল দম্ভ, অহংকার এবং লজ্জা বিসর্জন দিয়ে সন্ত্রাসবাদের আতুর ঘর হিসেবে পরিচিত পাকিস্তান আজ ভারতের শরনাপন্ন। নোভেল করোনাভাইরাস সংক্রমণে পর্যুদস্ত পাকিস্তান ভারতের কাছে চাইল হাইড্রক্সিক্লোরোকুইন । পাকিস্তান জুড়ে দ্রুত ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। ইতিমধ্যে সেদেশে করোনাভাইরাসে সংক্রমণ ৬০০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১০০-র বেশি।তাই মূলত ম্যালেরিয়ায় কার্যকরী ওষুধ দিয়ে কোভিড ১৯ কে ঠেকানোর চেষ্টা করছে গোটা দুনিয়া। তা পাওয়ার ব্যাপারে ভারতের সাহায্য চেয়েছে ইমরান খানের দেশ। সারা বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি তৈরি হওয়া এই ওষুধে করোনাভাইরাসের লক্ষণ মোকাবিলায় কাজ দিচ্ছে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে আমেরিকা, ব্রাজিল সহ পৃথিবীর একাধিক দেশকে ভারত করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করতে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে। পাকিস্তানই সর্বশেষ দেশ যারা একপ্রকার নিরুপায় হয়ে ভারতের কাছে তা চেয়ে হাত পাতল। এমন ই বলছে ওয়াকিবহাল মহল।বলা হয়, অতিসক্রিয় ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে হাইড্রক্সিক্লোরোকুইন। ১৯৪০ থেকেই ম্যালেরিয়ার চিকিত্সায় এর ব্যবহার চলছে। রিউমটয়েড আর্থারাইটিস, লিউপাসের ক্ষেত্রেও এটি দেওয়া হয় রোগীকে। নেপাল, ভুটান, বাংলাদেশ-যেহেতু এই প্রতিবেশী সার্কভুক্ত দেশ ওষুধপত্রের ব্যাপারে পুরোপুরি তার ওপর নির্ভরশীল, তাই তাদের হাইড্রক্সিক্লোরোকুইন ও অন্যান্য ওষুধপত্র পাঠানো হবে বলে দিনকয়েক আগে জানিয়েছিল ভারত। এখন পাকিস্তানের আর্জিতে নয়াদিল্লি সায় দেবে কিনা, সেদিকেই নজর গোটা ভারতবাসীর।

আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়।

 আবার‌ও গৌরবময় সাফল্য স‌ঈফের। এবার সাফল্য সর্বভারতীর পরীক্ষায়। এ যেন এক অনন‍্য নজির। একের পর এক সাফল‍্য।সেটা আবার নজর কাড়া সাফল‍্য সর্বভারতী...